ইউরোপে কারখানা করবে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি

আন্তর্জাতিক ডেস্ক : চাহিদা বাড়ায় ইউরোপে নিজেদের ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এর অংশ হিসেবে হাঙ্গেরিতে নিজেদের প্রথম গাড়ি নির্মাণ প্লান্ট নির্মাণ করতে যাচ্ছে চীনা কোম্পানিটি।

শনিবার (৪ নভেম্বর) জার্মানির একটি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, হাঙ্গেরিতে নিজেদের প্রথম গাড়ি নির্মাণ প্লান্ট নির্মাণ করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি। এই প্লান্টটি হবে ইউরোপে বিওয়াইডির প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্লান্ট।

চীনের শেনঝেন নগরীর একটি সরকারি ওয়েবসাইটে গত মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওবানের সঙ্গে বিওয়াইডি’র চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়াং চুয়ানফু সাক্ষাৎ করেছেন। বিওয়াইডি’র প্রধান কার্যালয় শেনঝেন নগরীতে অবস্থিত।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিওয়াইডি রয়টার্সকে জানায়, তারা এ ব্যাপারে বছরের শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে টেসলাকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয় বিওয়াইডি।