জুমবাংলা ডেস্ক : ঢাকাসহ বড় শহরগুলোতে আগামী ৫ বছরের মধ্যে ক্যাবলবিহীন বিদ্যুতায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক সভায় প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে ঢাকাসহ দেশের বড় শহরের বিদ্যুতের তার ভূ-গর্ভে নেয়া হবে। এতে করে যত্রতত্র বিদ্যুতের তারের জটলা পাকানো বন্ধ হবে সেইসাথে কমবে দুর্ঘটনা।
শহরের যেখানে সেখানে বিদ্যুৎ, টেলিফোন, ডিশ ও ইন্টারনেটের লাইনের জটলার কারণে যেমন নষ্ট হয় সৌন্দর্য, তেমনি দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।
স্মার্টফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল, বাঁচবেন বড় বিপদ থেকে
একটু হাওয়া দিলেই বিদ্যুৎ সংযোগে ব্যাঘাত ঘটে। মাঝে-মধ্যে মালবাহী ট্রাকও বাগড়া বসায় এসব তারে। এতে করে ঘটে বিপত্তি।
আর এসব সমস্যার সমাধানেই দীর্ঘদিন ধরে ভূগর্ভে বিদ্যুতের তার স্থানান্তরের কথা ভাবছে সরকার। ২০১৯ সালে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ও বিদ্যুৎ বিভাগের অর্থায়নে এই কাজ শুরু হয়। প্রাথমিকভাবে ৭ কিলোমিটার বিদ্যুৎলাইন মাটির নিচ দিয়ে টানা হয়। যার ব্যয় ধরা হয় ৫৫ কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।