জুমবাংলা ডেস্ক : নওগাঁ জেলার আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫ ব্যাচের কর্মকর্তা মো. কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি নেন।
ব্যাডমিন্টন খেলা নিয়ে ছোট ভাইকে মারধর, কারণ জানতে গিয়ে বড় ভাই খুন
বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার উদ্দেশ্যে নিজের পিতা মো. আবুল কাশেম ও মা মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে চাচা মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচী সানোয়ারা খাতুনকে নিজের পিতা-মাতা সাজিয়ে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নেন এবং মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করে দণ্ডনীয় অপরাধ করেছেন। যে কারণে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।