জুমবাংলা ডেস্ক : সম্প্রতি কোম্পানিগঞ্জে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “আমরা যে স্বাধীনতা ও গণঅভ্যুত্থানের কথা বলছি, সেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসের মতো অপতৎপরতা চলমান রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
উপদেষ্টা আরও বলেন, “১৯৭১ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেখানে এখন চাঁদা দেওয়াটা যেন মানুষের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
কেউ এসে টোকেন ধরিয়ে দিলে, সাধারণ মানুষ মনে করেন তাদের ৫০ বা ১০০ টাকা দিতে হবে। আবার চাঁদাবাজি চালানো লোকেরা মনে করেন, এটা তাদের অধিকার।”
তিনি দাবি করেন, এই ধরনের অনৈতিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে, তবে এখন থেকে এসব প্রাকটিস আর বরদাস্ত করা হবে না। “আমরা স্পষ্টভাবে একবারে বার্তা দিতে চাই যে, জুলাই গণঅভ্যুত্থানের পর আর কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাস সহ্য করা হবে না,” বলেন আসিফ মাহমুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।