চাঁদপুরে লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

cadpur

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান (এক্স) বিএন।

cadpur

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টায় কোস্টগার্ড চাঁদপুর কর্তৃক মেঘনার মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ হতে বরিশালগামী একটি লাইটার জাহাজের গতিবিধি সন্দেহজনক হলে অভিযানিক দল জাহাজটিকে থামার সংকেত দেয়।

আইফোনকে টেক্কা দিতে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন

পরবর্তীতে লাইটার জাহাজটি তল্লাশি করে আনুমানিক ১৬ লাখ মিটার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে কোস্টগার্ড চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।