বিনোদন ডেস্ক : আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এবার ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে (আইএসপিএল) কলকাতা ফ্র্যাঞ্চাইজি কিনেছেন বলিউডের আরেক মুখ সাইফ আলি খান। মামার বাড়ির শহরের দলের নাম তিনি রেখেছেন ‘টাইগার্স অফ কলকাতা’।
মঙ্গলবার ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই টি-টেন প্রতিযোগিতা শুরু হওয়ার কথা আগামী ৬ মার্চ। চলবে ১৫ মার্চ পর্যন্ত।
টাইগার্স অফ কলকাতার যৌথ মালিকানায় রয়েছেন করিনা কপুর খানও। কলকাতার দল কিনতে পেরে উচ্ছ্বসিত সাইফ। তিনি বলেছেন, ‘কলকাতা এমন একটা শহর, যেটা আমার হৃদয়ের খুব কাছের। আমার মা (শর্মিলা ঠাকুর) এবং অর্ধেক পরিবার (মামার বাড়ি) কলকাতার মানুষ। আমার পরিবারের অর্ধেক (ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদি তার বাবা) ক্রিকেটের সাথে যুক্ত। আশা করি নতুন এই প্রতিযোগিতায় কলকাতার মানুষের সমর্থন পাব।’
আয়োজকদের আশা নতুন এই প্রতিযোগিতা অনেক প্রতিভার সন্ধান দেবে। স্থানীয় ক্রিকেটারদের প্রচারের আলোয় নিয়ে আসবে। তাদের উত্তরণের পথ তরান্বিত করবে। সাইফ বলেছেন, ‘টেনিস বল ক্রিকেট আমাদের দেশে খুবই জনপ্রিয়। খুব উত্তেজক হয়। বলের এক দিকে টেপ লাগালে বল বেশ সুইং করে। মনে হবে, আপনি ওয়াসিম আকরামের বল খেলছেন। ক্রিকেট শেখার জন্য অনেকেই টেনিস বলে শুরু করে। চরিত্রের জন্য টেনিস বলে ক্যাচ ধরা কিন্তু কঠিন।’
কলকাতা এবং ক্রিকেট—এই দুইয়ের সাথেই দীর্ঘ পরিচয় সাইফের। দলের খেলা দেখতে তিনি কলকাতায় আসবেন বলে জানিয়েছেন। তার আশা, আইএসপিএল দ্রুত জনপ্রিয়তা পাবে। আশা করছেন, তার টাইগারদের গর্জন শুনতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। নিলামেও অংশ নিয়েছিলেন বলিউড তারকা। সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।