Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home চালের মধু সিন্ডিকেটের পেটে
    জাতীয়

    চালের মধু সিন্ডিকেটের পেটে

    Mynul Islam NadimNovember 4, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : প্রশাসনের সতর্ক নজরদারির পরও উত্তরের মোকামগুলোতে কমছে না চালের দাম। এখনো অস্থির রয়েছে বাজার। সব ধরনের চালের দামই কেজিতে তিন থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে। চালের পাইকারি বাজার খ্যাত নওগাঁ ও বগুড়ার তালোড়া ও শেরপুরে খোঁজ নিয়ে মিলেছে এই তথ্য।

    cal

    অনুসন্ধানে দেখা গেছে, উত্তরের বৃহৎ চালের মোকাম নওগাঁ ও বগুড়ায় বিভিন্ন ব্যবসায়ীর গুদামে সংরক্ষিত রয়েছে হাজার হাজার মণ চাল। এগুলো গুদামজাত করে সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

    খোঁজ নিয়ে জানা গেছে, মোকামগুলোতে দাম বৃদ্ধি পাওয়ায় খুচরায় এর প্রভাব পড়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামে দাম বাড়ায় তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর মিল মালিকরা বলছেন, হাটে ধানের সরবরাহ কমায় দাম বেড়েছে প্রতিমণে দুইশ টাকা। স্বাভাবিক কারণে অন্য খরচগুলো যোগ দিয়ে তাদের চাল রূপান্তরে খরচ পড়ছে বেশি। এ কারণে এই বাড়তি দাম।

    সপ্তাহ খানেক আগেও বগুড়া শহরের নামাজগড় ও শেরপুরের বিভিন্ন খুচরা দোকানে ২৮ জাতের চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৫৪ টাকা আর কাটারি ৬৪ টাকায়। সেই চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকা এবং ৭০-৭২ টাকা দরে। একইসঙ্গে মোটা ও হাইব্রিড জাতের চালের দাম ঠেকেছে ৫৮-৬০ টাকায়।

    নওগাঁর খুচরা বাজারে প্রতি কেজি কাটারিভোগ ৭০-৭১ টাকা, জিরাশাইল ৬৭-৬৮ টাকা, সুভলতা ৬০-৬২ টাকা, পারিজা ৫৮-৬০ টাকা, ব্রি আর- ২৮ ও ২৯ চাল ৬০-৬২ টাকা এবং স্বর্না-৫ জাতের চাল ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর বস্তার হিসাবে এক সপ্তাহের ব্যবধানে (৫০ কেজি) চালে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

    রোববার (৩ নভেম্বর) বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে কথা হয় ধান-চাল ব্যবসায়ীদের সঙ্গে। তারা দাবি করেন, এসিআই, রূপচাঁদা, আকিজ, পুষ্টিসহ আরও বেশকিছু কোম্পানি চালের দামে ফায়দা লুটছে। এসব কোম্পানি ব্যবসায়ীদের কাছ থেকে কম দামে চাল কিনে নিয়ে গুদামজাত করে। পরে তাদের সুবিধামতো সময়ে নিজ নিজ ব্র্যান্ডের প্যাকেটে মোড়কজাত করে বেশি দামে বিক্রি করছে।

    অন্যদিকে নওগাঁর ব্যবসায়ীরাও বলেছেন, তাদের চাল দিয়ে দেশের একটি বড় অংশের চাহিদা মেটে। সেখানে নিজ এলাকাতেই প্রতিদিন চালের দাম বেড়ে যাওয়ার পেছনে সিন্ডিকেটই দায়ী।

    বন্ধ হয়নি চালের মজুতদারি
    সরেজমিন নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে তথ্য নিয়ে দেখা গেছে, সেখানে অবৈধভাবে বিপুল পরিমাণ চাল মজুত করে রাখা হয়েছে। চালকল মালিক এবং চাল ব্যবসায়ীরা তাদের নিজস্ব গুদামে এবং বাইরের বিভিন্ন গুদামে হাজার হাজার মেট্রিক টন চাল অবৈধভাবে মজুত করে রেখেছেন। এই মজুদদারির মধ্যে রয়েছে সুলতানপুর-কালীতলা রোডের শফিকুল ইসলাম নাঠুর সুফিয়া অটো রাইস মিল ও লস্করপুর এলাকার দ্বিজেন্দ্র নাথ ঘোষের ঘোষ অটো রাইস মিল। এই দ্বিজেন্দ্র নাথই আবার পরিতোষ নামে এক ব্যবসায়ীর নওগাঁ শহর এবং তিলকপুর রোডে একাধিক গুদামে চাল গুদামজাত করে রেখেছেন।

    এছাড়া আলুপট্টির চাল ব্যবসায়ী মনোরঞ্জন ওরফে মনা বাবুর বেশকিছু গুদামেও অবৈধভাবে চালের মজুত রয়েছে। মনোরঞ্জন হলেন সাবেক খাদ্যমন্ত্রীর ছোট ভাই। খাদ্য বিভাগে এখনো তার অদৃশ্য ইশারায় অনেক কাজ হয়।

    এছাড়াও রয়েছে শহরের সুলতানপুর এলাকায় নিরব বরণ সাহা চন্দনের একতা রাইস মিল, চকোরির দুলাল বাবু ও আনন্দনগর এলাকায় নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের এমআর রাইস মিল, নওগাঁর সান্তাহার সীমান্তে সাহাপুর এলাকায় স্বপনের নাইট অটোমেটিক মিল, একই এলাকায় সিরাজুল অটোরাইস মিল, বাইপাস কোমাইগাড়ি এলাকার মাহবুব অটোমেটিক রাইসমিল, বাইপাস বিজিবি ক্যাম্প এলাকার তছির উদ্দিনের তোছিরন অটোরাইস মিল, মাদার মোল্লা এলাকার তৌফিকুল ইসলাম বাবুর মফিজ অটোরাইস মিল ও আজিজুল হকের গুদাম।

    এছাড়া মহাদেবপুরে আকিজ এবং সরস্বতীপুর এলাকায় এসিআইয়ের বেশ কয়েকটি বড় বড় গুদাম আছে। এসব গুদামেও হাজার হাজার মেট্রিক টন চাল মজুত রয়েছে।

    অভিযুক্তদের বেশিরভাগই কথা বলতে না চাইলেও ঘোষ অটোমেটিক রাইস মিলের স্বত্ত্বাধিকারী দ্বিজেন্দ্র নাথ ঘোষ বলেন, মিলে পুরনো কোনো ধান-চাল মজুত নেই। মোকামে কেনাবেচা না থাকায় ব্যবসায় এখন মন্দা চলছে। অবৈধ মজুতের যে অভিযোগটি করা হচ্ছে সেটি সঠিক নয়।

    উৎপাদন বেশি হলেও কৃত্রিম সংকট
    কৃষি বিভাগের তথ্যমতে নওগাঁ জেলায় আবাদি জমির পরিমাণ প্রায় ২ লাখ ৬৪ হাজার ২০০ হেক্টর। এরমধ্যে প্রায় ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে হয় ধানের আবাদ। তিন মৌসুমে বোরো, আউশ ও আমন ধানের আবাদ হয়। এ তিন মৌসুমে জমির পরিমাণ প্রায় ৪ লাখ ৪৪ হাজার ১১০ হেক্টর। যা থেকে বছরে প্রায় ১৬ লাখ ৫৬ হাজার টন চাল উৎপাদন হয়। এর বিপরীতে জেলায় চাহিদা ৪ লাখ ৪৯ হাজার টন। বাকি ১০ লাখ ৭০ হাজার টন সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, চালের সংকট করে দাম বাড়ানোকে আমরা কোনোভাবেই মেনে নেবো না। কারণ আমাদের চাল দিয়ে দেশের একটি বড় অংশের চাহিদা মেটে। সেখানে নিজ এলাকাতেই প্রতিদিন চালের দাম বাড়ানোর পেছনে সিন্ডিকেট জড়িত এটা বলার অপেক্ষা রাখে না।

    অন্যদিকে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান বলেন, এবার ধানের ফলন খুব ভালো হয়েছে। এ কারণে চাল উৎপাদন হয়েছে বেশি। বাজারে চালের সংকট সৃষ্টির বিষয়টি উদ্দেশ্যমূলক।

    এদিকে কৃত্রিম সংকটের পেছনে সিন্ডিকেট চক্রের কারসাজির অভিযোগ তুলে নওগাঁর খুচরা চাল ব্যবসায়ীরা বলেন, বিগত বছরগুলোতে চালের বাজারে স্বস্তি ফিরলেও এ বছর টানা ১ মাস যাবত খুচরা ও পাইকারি বাজার এবং মিলগেটে চলছে এক অস্থিতিশীল পরিস্থিতি।

    হোন্ডায় চাকরির সুযোগ, ২৫ বছর হলেই আবেদন

    শহরের পৌর চাল বাজার এলাকার মালশন রাইস সেন্টারের খুচরা চাল ব্যবসায়ী মাণিক প্রামাণিক বলেন, বড় বড় মিলাররা গোডাউনে হাজার হাজার টন পুরনো চাল ও ধান মজুত করে রেখেছে। তাদের সিন্ডিকেটের কারণেই চালের বাজারে অস্থিরতা কাটছে না। মিলগেট থেকে বেশি দামে চাল কেনার কারণেই বেশি দামে ভোক্তা পর্যায়ে বিক্রি করতে হয়।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় চালের চালের মধু সিন্ডিকেটের পেটে পেটে মধু সিন্ডিকেটের
    Related Posts
    ছুটি

    মাইলস্টোনে ছুটি বাড়ল আরও তিনদিন

    July 28, 2025
    DIG

    বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি

    July 28, 2025
    জিরো টলারেন্স

    সন্ত্রাস ও সন্ত্রাসবাদে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স: প্রধান উপদেষ্টা

    July 28, 2025
    সর্বশেষ খবর
    Hero Xoom 125

    Hero Xoom 125 Review: Style, Power & Tech Redefine Urban Commuting

    Best Islamic Books to Read Daily

    Discover the Best Islamic Books to Read Daily for Spiritual Growth and Guidance

    Trump trade deadline

    Trump’s August 1 Trade Deadline Reshapes Global Exports: Winners and Losers

    iPhone Fold

    Apple iPhone Fold: 2026 Launch Window, Design Leaks, and Competitive Outlook

    হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়ার অ্যাপ

    হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়ার অ্যাপ: সহজ সমাধান

    Kia EV9

    Kia EV9 Electric SUV Launches in India at ₹1.30 Crore, Sets New Luxury Benchmark

    Brazil farmland investment

    Brazil Farmland Investment Boom: Mato Grosso Prices Surge 189% in Five Years

    এফবিএ বিজনেস

    এফবিএ বিজনেস সফলতার গোপন সূত্র: শূন্য থেকে কোটি টাকার গল্প!

    Anurag Basu net worth

    Anurag Basu Net Worth 2025: Inside the Acclaimed Filmmaker’s ₹33 Crore Fortune

    অনলাইন কোর্স নির্বাচন করার নিয়ম

    অনলাইন কোর্স নির্বাচন করার নিয়ম:সহজ গাইডলাইন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.