প্রাঙ্ক কলের জেরে ইতালির প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : কৌতুকপূর্ণ (প্রাঙ্ক) ফোন কলের জেরে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রধান কূটনৈতিক উপদেষ্টা। শুক্রবার মেলোনি এ তথ্য জানিয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মেলোনি বলেছেন, ‘এই বিষয়টি ভালভাবে পরিচালনা করা হয়নি, আমরা সবাই দুঃখিত, রাষ্ট্রদূত (ফ্রান্সেস্কো) তালো এর দায় নিয়েছেন।’

৬৫ বছর বয়সী তালো কর্মজীবনে ন্যাটো ও ইরায়েয়েলে ইতালির রাষ্ট্রদূত এবং আফগানিস্তান ও পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

মেলোনির অফিস বুধবার জানিয়েছিল, এক রুশ কৌতুক অভিনেতা নিজেকে আফ্রিকান ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেপ্টেম্বরে তাদের মধ্যে কথোপকথন হয়েছিল। কিন্তু চলতি সপ্তাহে অনলাইনে ফোনকলের অডিও প্রকাশ হয়। ফোনে মেলোনি ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে আন্তর্জাতিক ‘অবসাদের’ কথা বলেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে অভিবাসন মোকাবেলায় ইতালি তার ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে খুব কম সমর্থন পেয়েছে।

শত শত সাপের মধ্যে দেখা গেল লাল রঙের কোবরা

মেলোনি এই ঘটনার জন্য তার কূটনৈতিক কর্মীদের দোষারোপ করেছেন। তার দাবি, কূটনৈতিক কর্মীরা কলারের পরিচয় ঠিকভাবে শনাক্ত করতে পারেনি।