হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অন্যান্য কলের মতো কিছু উপায় অবলম্বনে হোয়াসটঅ্যাপের কলও রেকর্ড করা যায়।

উপায়: বর্তমানে বাজারে প্রচলিত অনেক স্মার্টফোনেই কল রেকর্ডিং এর সুবিধা আছে। এসব ফোনের কল রেকর্ডিং অপশন চালু করে কল রেকর্ড করা যায়। আবার ম্যানুয়ালি না থাকলে অটো কল রেকর্ড চালু করেও রেকর্ড করা যায়।

অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট রেখে গুগল প্লে স্টোর থেকে গুগল ফোন অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করে করতে পারেন।

এছাড়া কিছু থার্ড পার্টি অ্যাপের সাহায্যেও রেকর্ড করা যায়। এরকম একটি অ্যাপের নাম কিউব এসিআর। এই অ্যাপের মাধ্যমে ফোন এবং হোয়টসঅ্যাপ কল দুটোই রেকর্ড করা যায়।

এক ফোন দিয়ে কল করে লাউড স্পিকার অন করে অন্য ফোন দিয়েও কল রেকর্ড করা যায়।

ফোনের ডাটা যেভাবে ফাস্ট করবেন