বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এতদিন অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ভয়েস কল রেকর্ড করতে পারতেন। এখন এই সুবিধা এলো অ্যাপলের আইফোনেও। এখন থেকে কল রেকর্ডিং করতে পারবেন আইফোন ইউজাররাও। আইফোনের জন্য লেটেস্ট আইওএস ১৮.১ ভার্সন নিয়ে এসেছে অ্যাপল। এই ভার্সন আপডেট করলেই কল রেকর্ডিং করা যাবে। শুধু তাই নয়, চাইলে কল রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপশনও পেয়ে যাবেন ইউজার। তবে হ্যা, লেটেস্ট আইওএস ১৮.১ ভার্সন সাপোর্ট করবে, এমন আইফোন থাকতে হবে।
কোন কোন অইফোনে কল রেকর্ড করা যাবে?
আইওএস ১৮.১ ভার্সন আইফোনের কোন কোন মডেলে সাপোর্ট করবে? তারও তালিকা দিয়েছে অ্যাপল। সেগুলো হল – আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স, আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এসই (সেকেন্ড জেনারেশন বা তার পরবর্তী মডেল)।
আইফোনে কল রেকর্ড করার পদ্ধতি: প্রথমে আইফোনের ফোন অ্যাপে গিয়ে কল করতে হবে। কলের সময় স্ক্রিনের উপরে বাম দিকে ‘Start Call Recording’ অপশন আসবে। এতে ক্লিক করলে দুইজনের কাছেই অডিও নোটিস যাবে, যে কল রেকর্ড করা হচ্ছে। রেকর্ডিং বন্ধ করতে চাইলে ‘Stop’ বাটনে ক্লিক করতে হবে। ফোন কেটে দিলেও রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। নোটস অ্যাপে ‘কল রেকর্ডিং’ নামে একটি ফোল্ডার রয়েছে। সেখানেই সমস্ত রেকর্ডিং জমা হয়।
কল ট্রান্সক্রাইব করার পদ্ধতি: প্রথমে আইফোনের নোট অ্যাপে যেতে হবে। এখানে কল রেকর্ডিং ফোল্ডার থেকে যে কোনও নোট বাছতে পারেন ইউজার। তারপর ‘ট্রান্সক্রিপ্ট’ অপশনে ক্লিক করতে হবে। আইফোনে নির্দিষ্ট কয়েকটি ভাষাই সাপোর্ট করে। ইউজার যদি সেই ভাষায় ট্রান্সক্রিপশন চান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ট্রান্সক্রিপশনে কথোপকথনের বক্তাকে আলাদা করে চিহ্নিত করা হয়।
স্মার্টফোনে স্টোরেজ ফুল? ফাইল ডিলিট না করেও যেভাবে মিলবে মুক্তি
নির্দিষ্ট পয়েন্ট থেকে অডিও প্লে: ইউজার শুনতে চান এমন টেক্সট নির্বাচন করুন।
ট্রান্সক্রিপ্ট সার্চ: ‘More’ বোতামে ট্যাপ করে ‘Find in Transcript’-এ ট্যাপ করতে হবে।
ট্রান্সক্রিপ্ট কপি: ‘More’ বোতামে ট্যাপ করে ‘Add Transcript to Note’ অথবা ‘Copy Transcript’ করতে হবে।
অডিও রেকর্ডিং সেভ বা ডিলিট: ‘More’ বোতামে ট্যাপ করলে সেভ অপশন আসবে। উল্লেখ্য, অডিও রেকর্ডিং ডিলিট করলে ট্রান্সক্রিপ্টও ডিলিট হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।