জুমবাংলা ডেস্ক : চলতি অর্থবছরের জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে, তা বাতিল করার আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন ড. জাহিদ। তিনি বলেন, কালো টাকা সাদা করার যে সুযোগ এই অর্থবছরের দেওয়া আছে, তা বাতিল করা হোক।
সর্বোচ্চ আয়করের সঙ্গে ৫ থেকে ১০ শতাংশ জরিমানা যোগ করে সীমিত সময়ের (তিন থেকে ছয় মাস) জন্য এই সুযোগ পুনর্বহাল করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান ড. জাহিদ।
আওয়ামী লীগ সরকারের আমলে পাস হওয়া ২০২৪-২৫ অর্থবছরেরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। যেখানে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে একজন বাংলাদেশি কালো টাকা সাদা করতে পারবেন। তাদের আয়ের উৎস সম্পর্কেও কোনো প্রশ্ন করা হবে না। আগের দুই অর্থবছরে এ সুযোগ বন্ধ ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।