যাকে বলে ‘ডাবল ধামাকা’, রানী-মোনালিসার দুর্দান্ত নাচে ঝড় উঠল পুরুষ-হৃদয়ে

রানী-মোনালিসা

বিনোদন ডেস্ক : সম্প্রতি বাংলা হিন্দি সিনেমার পাশাপাশি ভোজপুরি সিনেমা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ভোজপুরি নায়ক নায়িকারাও কিন্তু সাধারণ মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে। এই নয় যে, শুধুমাত্র বিহার বা তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষই এই ধরনের ভোজপুরি গান দেখেন বাংলায়ও কিন্তু এর জনপ্রিয়তা অনেক বেশি।

রানী-মোনালিসা

এজন্যই তো ভোজপুরি নায়িকা মোনালিসাকে আমরা বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখেছি, দুপুর ঠাকুরপোতে তার অসাধারণ অভিনয়ে বাংলার মানুষেরও কিন্তু মন কেড়েছে, কিন্তু সেই মোনালিসা এখন স্টেজে পারফর্ম করলেন, সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

যুবকের সঙ্গে মাখোমাখো সম্পর্কে জড়ালেন প্রতিবেশী যুবতী, একা দেখলেই মজা পাবেন

নায়িকাদের মধ্যে এক অন্যতম হলেন রানী চ্যাটার্জী, দীনেশ লাল যাদব, খেসারি লাল যাদভ, পবন সিং এর সংগীত অভিনয় করতে দেখা গেছে, তাকে এই দুজনের নাচ সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। তাদের মধ্যে একজন থাকলেই একেবারে ভিডিওটা ভীষণভাবে ভাইরাল হয়, সেক্ষেত্রে যখন দুজনে মিলে একসঙ্গে নাচছেন, ভিডিও সকলের কাছে পৌঁছে যাবে, এমনটাই তো স্বাভাবিক ইচ্ছা করলে আপনিও দেখে নিতে পারেন, অসাধারণ এই নাচের ভিডিওটি তাই বলছি, একবার নয়, বারবার দেখুন দুজনকেই দেখতে ভারী ভালো লাগছে।

कॉलेज के पीछे कौन पढ़ाई करे लू खेसारी लाल यादव सॉन्ग 2017

‘ইউপি বিহার মে বলওয়া কারা দেম’ গানের তালে তালে কায়দায় ব্যাপক নাচ করেছেন তারা। রানীর পরনে ছিল সবুজ ও লাল রংয়ের লেহেঙ্গা। এই ভিডিও ইতিমধ্যেই ৩১ হাজারের বেশি মানুষ দেখেছেন। অনেকেই এই ভিডিওটি লাইক করেছেন ও কমেন্ট করে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। মোনালিসার পরনে খুব সুন্দর লাল টুকটুকে একটা লেহেঙ্গা দুজনকেই দেখতে কিন্তু ভারি ভালো লাগছিল, তাই আর দেরি না করে আপনিও দেখে নিতে পারেন অসাধারণ এই নাচের ভিডিওটি।