বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এরমধ্যে প্রিমিয়াম রেঞ্জে বাজিমাত করছে স্যামসং কোম্পানি। আজকাল আইফোনকেও টেক্কা দিতে পারে samsung কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোন। কিছুদিন আগেই লঞ্চ করেছে Samsung S23। সবাই আশা করেছিলেন যে এই ফোনে লেটেস্ট আইফোনের স্যাটেলাইট কানেকটিভিটি ফিচার থাকবে। কিন্তু তেমন কিছু আসেনি ফিচারে। তাই নিয়ে আশাহত জনতা। তবে জানা গিয়েছে কোম্পানি তাদের S24 ফোনে টু-ওয়ে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার অফার করবে।
Samsung বর্তমানে দক্ষিণ কোরিয়া ভিত্তিক তিনটি নেটওয়ার্ক অপারেটর – KT, LG Uplus এবং SK Telecom -এর সাথে হাত মিলিয়ে আপকামিং S24 আনতে চলেছে। এই ফোনটি One UI 6.1 কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে আসবে। এতে স্যাটেলাইট সংযোগ থাকতে পারে। এই ফ্ল্যাগশিপ মডেলে সেলুলার নেটওয়ার্ক পারফরম্যান্স রিপোর্টে টু-ওয়ে স্যাটেলাইট সংযোগ পরিষেবার কোনো উল্লেখ নেই। কি এই স্যাটেলাইট কানেকটিভিটি?
স্যাটেলাইট কানেক্টিভিটি বৈশিষ্ট্যটি, সেলুলার নেটওয়ার্ক উপলব্ধ নেই এমন অঞ্চলে জরুরীকালীন পরিস্থিতিতে কন্টাক্ট এ থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেন। ফিচারটি এল ব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে পার্শ্ববর্তী এলাকা ভিত্তিক এমার্জেন্সি রেস্পন্স টিমের কাছে রেসকিউ নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারবে। এই ফিচার এখনও শুধু আইফোনের জন্য রয়েছে। তবে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি তাদের ফোনে এই ফিচার অন্তর্ভুক্ত করার জন্য তাড়াহুড়ো করতে রাজি নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।