আন্তর্জাতিক ডেস্ক : ‘যুদ্ধ শেষ করার সময় এসেছে’ এমন অভিমত ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় চলমান যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসকে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩১ মে) স্থানীয় সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এই আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন তিন ধাপের প্রস্তাবে গাজায় পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়নের সুযোগ রয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, তিন ধাপের প্রস্তাবে শুরুতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে।
এই সময়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করবে। মানবিক সহায়তার পাশাপাশি ফিলিস্তিনি বন্দীদের সাথে জিম্মি বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
এই চুক্তিটি অবশেষে স্থায়ী ‘শত্রুতা বন্ধ’ এবং গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনার দিকে পরিচালিত করবে বলেও বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।