অঞ্জলি আরোরার উদ্দাম রোমান্স নিয়ে তুমুল কটাক্ষ ভক্তদের

অঞ্জলি আরোরার

বিনোদন ডেস্ক : কাঁচাবাদাম লক আপ শো এবং কাঁচা বাদাম রিল করে জনপ্রিয় হয়ে ওঠা অঞ্জলি আরোরার এমএমএস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। অভিনেত্রী জানিয়েছেন, এই ভিডিও তাঁর নয়। এডিট করে তাঁর মুখ বসানো হয়েছে। তবুও এই নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। বারবার এই নিয়েই ট্রোল হতে হচ্ছে অভিনেত্রীকে।

অঞ্জলি আরোরার

লক আপ থেকে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অঞ্জলি আরোরা। এই শোয়ে তাঁর এবং মুনাওয়ার ফারুকির রসায়ন রীতিমতো নজর কেড়েছিল ভক্তদের। কিন্তু, সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে এক তরুণীকে ক্যামেরার সামনে উদ্দাম রতিক্রিয়ায় মত্ত হতে দেখা যায়। নেটপাড়ার বাসিন্দাদের একাংশের দাবি ছিল ওই তরুণী অঞ্জলি। যদিও তা সম্পূর্ণভাবে মিথ্যা বলেই দাবি করেন এই নায়িকা।

সম্প্রতি তাঁকে Haji Ali Dargah-তে দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। সাদা সালোয়ার সঙ্গে ফ্লোরাল প্রিন্টের ওড়না, অত্যন্ত সুন্দরী লাগছিল অভিনেত্রীকে। কিন্তু, ট্রোল ব্রিগেট কোনওভাবেই থামতে নারাজ। “একাধিক পাপ করে ভগবানের দরবারে হাজির হলে তিনি ভক্তের ডাকে সাড়া দেন না”, এমনই মন্তব্য করেন নেটিজেনদের একাংশ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি এমএমএস ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ক্যামেরার সামনেই রতিক্রিয়াতে মেতে মধ্য বয়স্ক পুরুষ ও এক তরুণী। এই তরুণী অঞ্জলি, এমনটাই দাবি করা হয় নেটপাড়ার বাসিন্দাদের তরফে। এই বিষয়ে নাম জড়ায় অভিনেত্রীর। যদিও বিতর্কের মধ্যেই মুখ খোলেন তিনি। একটি সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, “ভিডিওটিতে যে তরুণীকে দেখা যাচ্ছে তা আমি নই। এই ভিডিয়োর গভীর প্রভাব আমার বাড়ির লোকজনের উপর পড়েছে।

এই ভিডিওটি ভাইরাল করার আগে একবারও ভাবল না! আমার পরিবারের হাতেও তো এই ভিডিওটি আসতে পারে। আমার বয়স সবে ২১। এখন আমি পুরো বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে পারছি না। কেউ ভাবেনি যে আমার সম্মান নিয়ে খেলছে। এডিট করে আমার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। আর এতেই অনেকে মজা পাচ্ছে। একবারও তারা ভাবেনি নিজের মা বাবার সঙ্গে যদি এই ঘটনা ঘটত! ওরা ভাবছে হয়তো কুল লাগছে।”

নারীদের আটকে রেখে অশ্লিল কাজে বাধ্য, গ্রেফতার ১

এমএমএসকাণ্ডে নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন অভিনেত্রী। কিন্তু, তা সত্ত্বেও এই নিয়ে বিতর্ক কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। উল্লেখ্য, লক আপ শোয়ে মুনাওয়ার ফারুকির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ তোলপাড় হয়েছিল। অনেকে মনে করছিলেন তাঁরা সম্পর্কে রয়েছেন। যদিও লক আপ থেকে বেরিয়ে আসার পরেই মুনাওয়ার ঘোষণা করেছিলেন, তাঁর প্রেমিকা রয়েছে।