স্পোর্টস ডেস্ক : গ্লোবাল ফুটবল আইকন লিওনেল মেসির ভক্তদের জন্য সুখবর। এবার মেজর লিগ সকার (এমএলএস)-এ ইন্টার মায়ামি’র হয়ে পিচে মেসির প্রতিটি মুভ লাইভ দেখতে পারবেন ভক্তরা।
প্রথমবারের মতো কিংবদন্তি এই ফরোয়ার্ড তার বুকে একটি ক্যামেরা পরবেন। ভক্তরা টিকটক লাইভস্ট্রিমের মাধ্যমে পিচে তার খেলার গতিবিধি অনুসরণ করতে সক্ষম হবেন। স্থানীয় সময় সোমবার (২১ অক্টোবর) এমএলএস কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
‘প্লেয়ার স্পটলাইট’ স্ট্রীম নামে একটি স্ট্রীম চ্যানেল রয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিছু ভক্তরা সেটিকে ‘মেসি-ক্যাম’ নামেও ডেকে থাকে।
প্রতিটি ইন্টার মায়ামি গেমের কিকঅফ সময়ের পাঁচ মিনিট আগে লাইভ হবে। সেই লাইভ আসবেন মেসি। বুকে পরা থাকবেন ক্যামেরা। মেসির প্র্যাকটিস সেশন এমএলএস ও ইন্টার মিয়ামি উভয়ের টিকটক চ্যানেলে থেকে দেখা যাবে লাইভ।
উল্লেখ্য, এই পদক্ষেপটির মাধ্যমে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে, যেখানে শুধুমাত্র একজন খেলোয়াড়কে ফোকাস করা হবে। আর তিনি আর কেউ নন, স্বয়ং মেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।