আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, তার দল পিটিআই আবার পাকিস্তানের ক্ষমতায় ফিরবে। আর এর জন্য নির্বাচনে তার দলের ক্যাম্পেইন করার প্রয়োজন নেই। মঙ্গলবার এক বক্তব্যে ইমরান খান এসব কথা বলেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন দরকার। সরকার নির্বাচন দিতে যত বিলম্ব করবে, তত লাভবান হবে পিটিআই।
ইমরান খান বলেন, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক টালমাটাল অবস্থা থেকে উত্তরণে, স্থিতিশীলতা এবং বিশ্বাস ফেরাতে অবিলম্বে ‘অবাধ এবং স্বাধীন’ নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি সরকারের ক্ষমতায় আসা প্রয়োজন। এতে সাহসী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ আগাম নির্বাচনের দাবিতে লং মার্চ করছে। চলতি মাসের শুরুর দিকে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে গুলিবিদ্ধ হন ইমরান খান। আগামী শুক্রবার রাওলাপিন্ডিতে ফের তার দলের লংমার্চ শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।