জুমবাংলা ডেস্ক : দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশের কোচিং সেন্টার বন্ধে আজ মঙ্গলবার থেকে অভিযানে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১০ মার্চ এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারা দেশে ১৯টি কেন্দ্রে ৫৬টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। প্রতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কিছু কুচক্রী, দুর্নীতিবাজ ব্যক্তি গ্রুপ কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে অনলাইনের মাধ্যমে (ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো) মেডিক্যাল কলেজে ভর্তির বিষয়ে ১০০ শতাংশ কমন সাজেসন্স বা গ্যারান্টি সহকারে ভর্তির কথা বলে গোপনে বড় অঙ্কের টাকা দাবি করে থাকে। এ ধরনের গুজব ঠেকাতে এবার আগে থেকেই দেশের সকল মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। কিন্তু রাজধানীর কোচিং সেন্টারগুলো গোপনে কার্যক্রম চালিয়ে আসছে। আর ঢাকার বাইরের কোচিং সেন্টারগুলো প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আজ। তবে এমবিসিএস ভর্তি পরীক্ষা শেষে ফলাফল ঘোষণার পর কোচিং সেন্টারগুলো তাদের কার্যক্রম চালাতে পারব।
গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে উল্লিখিত এই সিদ্ধান্ত হয়। বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, আগামী ১০ মার্চ এমবিবিএস ভর্তি পরীক্ষা ঘিরে এখন থেকে প্রশ্নপত্র প্রণয়ন শুরু হবে। তাই এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কুচক্রী মহল যেন গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী আজ থেকে গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে তৎপর থাকবে।
গতকাল আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, র্যাবের প্রতিনিধি, সব গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (সেবা) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (এডুকেশন) অধ্যাপক ডা. টিটু মিয়া, বিএমডিসির সভাপতি প্রখ্যাত গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিসিফিএস এর সভাপতি প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, মেডিক্যাল ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ওভারসাইট কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনসহ সব মেডিক্যাল বিদ্যালয়ের উপাচার্য/প্রতিনিধি, সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপালরা। বৈঠকে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে কি কি করতে হবে সেই নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোনো ধরনের গুজব যাতে ছড়ানো না হয়, সাইবার ক্রাইম যাতে না হয় সেই ব্যাপারটি কঠোরভাবে মনিটরিং করবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরা বলেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষা সুষ্ঠু করতে যা যা করণীয় পুলিশ তাই করবে।
দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে মোট আসন সংখ্যা ১১ হাজার ১২২টি। এর মধ্যে সরকারি মেডিক্যালে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি মেডিক্যালে ৬ হাজার ৭৭৭২টি আসন রয়েছে। বিডিএস কোর্সে মোট ১৯৫০টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি ৫৫০ এবং বেসরকারিতে ১ হাজার ৪০৫টি। ১০ মার্চ এমবিবিএস ভর্তি পরীক্ষা চূড়ান্ত হয়েছে। বিডিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২৮ এপ্রিল। গত বছর মেডিক্যাল ভর্তি পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এবার পরীক্ষার্থী ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন, ক্যামেরা, কোনো ধরনের ডিভাইস নিয়ে যেতে পারবে না। মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুরুর ৪৫ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। নারী পরীক্ষার্থীদের কান খোলা রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রবেশপত্রে ভবন ও হল নম্বর থাকবে। প্রবেশপত্র বিতরণ (ডাউনলোড) আগামী ৬ মার্চ ও ৭ মার্চ। পরীক্ষায় অবতীর্ণ/নির্বাচিত কোনো প্রার্থীর দেওয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হয়েছে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার পরীক্ষা/ফলাফল/ভর্তি বাতিল বলে গণ্য হবে। যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।