বিনোদন ডেস্ক: পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হলো কান। ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই উৎসব পালিত হয়ে আসছে। দক্ষিণ ফ্রান্সের রিসোর্ট শহর কানে প্রতিবছর সাধারণত মে মাসে এটি পালিত হয়।
দক্ষিণ ভারতীয় সিনেমা ভারতের সীমানা পার হয়ে এখন বিশ্বব্যাপী সমাদৃত। বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে নিচ্ছে তাদের সিনেমা। এবার কানের ৭৫তম আসরের মধ্যদিয়ে বহু দক্ষিণ ভারতীয় তারকা প্রথমবারের মতো হাঁটলেন রেড কার্পেটে। কান উৎসবে তাদের কারো সিনেমার ট্রেলার প্রকাশ পাবে, আবার কেউ গেছেন ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করতে।
অস্কারজয়ী সুরকার এ আর রহমান প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করেছেন। তার সিনেমার নাম ‘লে মাস্ক’। সেই সিনেমা কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে। এ সিনেমায় অভিনয় করেছেন নোরা আরনেজেডার, গাই বার্নেট, মরিয়ম জোহরাবিয়ানসহ আরও অনেকে।
দক্ষিণ ও বলিউডে সমান তালে অভিনয় করে যাচ্ছেন আর মাধবন। এবার অভিনেতা থেকে পরিচালনায় হাতেখড়ি নিয়েছেন তিনি। তার সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এর প্রিমিয়ার হবে কান উৎসবে। এ সিনেমায় নামভূমিকায় আর মাধবন অভিনয়ও করেছেন।
কমল হাসান এ বছর কান চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা ‘বিক্রম’-এর ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে হাজির হয়েছেন। উৎসবে গিয়ে প্রতি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তবে এ আর রহমানের সঙ্গে তার সেলফি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।
দক্ষিণের ‘বাহুবলি’ সিনেমাখ্যাত নায়িকা তামান্না ভাটিয়া। অসংখ্য ব্যবসাসফল সিনেমার অন্যতম সফল নায়িকাও তিনি। এবার কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধি হিসেবে থাকছেন তিনি।
তেলুগু সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা হেগড়ে। দক্ষিণের পাশাপাশি হিন্দি সিনেমায়ও নিয়মিত কাজ করছেন তিনি। এই অভিনেত্রী প্রথমবারের মতো এবারের কান উৎসবের রেড কার্পেটে হাঁটলেন। তার ভক্তরা বেশ পছন্দ করছে তার রেড কার্পেট লুক।
দক্ষিণের সুন্দরী নায়িকা নয়নতারা এবার থাকছেন কান চলচ্চিত্র উৎসবে। শাহরুখের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর।
অদিতি রাও হায়দারি মালয়ালম সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে বলিউডেও বেশ ভালো কাজ করেছেন। এই অভিনেত্রী ৭৫তম কান উৎসবে হাজির হয়েছেন। তিনিও প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।