স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ১১ জনের খেলা। মাঠে ১১ জন নিয়েই উপস্থিত থাকতে হবে প্রতিটি দলকে। কিন্তু নিউজিল্যান্ডের বর্তমান দুর্দশা এমন, পূর্ণ একাদশ নিয়ে মাঠে নামবে সেই সাধ্যটাও হয়ত নেই তাদের। কিউইদের ইনজুরি সমস্যা এতই প্রকট পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আছে প্রশ্ন। যদিও খেলোয়াড়দের এই সংকট কাটাতে দেশ থেকে কাইল জেমিসনকে উড়িয়ে এনেছে তারা।
বিশ্বকাপের এই আসরে টানা ম্যাচ খেলার ধকল সইতে হচ্ছে ক্রিকেটারদের। কিন্তু তুলনামূলক সেই আঘাতটা বেশি সইতে হচ্ছে নিউজিল্যান্ডকে। চোট নিয়েই ভারতে খেলতে এসেছিলেন দলটির নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। এরপর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নেমেই। এরপর একে একে আরও দুজন ক্রিকেটার রয়েছেন চোট সমস্যায়।
সবশেষ দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেই তালিকায় যুক্ত হলেন পেসার ম্যাট হেনরি। পরে একই দিনে চোটে পড়েছেন জিমি নিশাম। সবমিলিয়ে ১৫ জনের দলে এখন ইনজুরিতে আছেন দশজন। বাধ্য হয়েই পেসার কাইল জেমিসনকে উড়িয়ে আনতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
গতকালের ম্যাচে নিয়মের মারপ্যাঁচে লুক রনকিকেও দেখা যেতে পারতো মাঠে। নিয়ম অনুযায়ী, টিম ম্যানেজমেন্টে থাকা একজন পুরুষ সদস্যকে রিজার্ভ ফিল্ডার হিসেবে নামানোর অনুমতি রয়েছে। এর মানে রিজার্ভে টম ব্লান্ডেল থাকা সত্ত্বেও আরও একজন বাড়তি ফিল্ডার প্রয়োজন হতে পারতো কিউইদের। সে জায়গায় বাধ্য হলে দলের ব্যাটিং কোচ লুক রনকিকেও দেখা যাওয়ার সম্ভাবনা ছিল।
গত ম্যাচেই অবশ্য অভিজ্ঞ পেসার সাউদি চোট কাটিয়ে ম্যাচ দিয়ে দলে ফিরেছেন। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পরে। মিডল অর্ডার ব্যাটসম্যান চ্যাপম্যান পায়ের পেশিতে আঘাত পেয়েছেন; যে কারণে সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি। লোকি ফার্গুসন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডান পায়ের হাড়ে চোট পান। তার বদলেই দলে এসেছিলেন টিম সাউদি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আশা, বেঙ্গালুরুতে শনিবার পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন ফার্গুসন। নিশামের এক্স-রে রিপোর্টও ভালো। কবজিতে কোনো চিড় ধরা পড়েনি। ম্যাট হেনরির অবস্থা খুব একটা ভালো নয়। আর বিকল্প হিসেবে জেমিসন তো আছেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।