ধর্ম ডেস্ক : ঈদুল আজহার আর কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই সব ধর্মপ্রাণ মুসলমান ইসলামি শরিয়ত মেনে আল্লাহর নামে পশু কোরবানি করবেন। এদিনে অনেকের মনেই প্রশ্ন জাগে, কোরবানির দিনে হাঁস- মুরগি জবাই করা যাবে কি না?
ইসলামি শরিয়ত মতে, জিলহজ মাসের ১০ তারিখ ফজর সময়ের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত নেসাব পরিমাণ সম্পদের মালিকের কোরবানি ওয়াজিব।
এই দিনে অনেকেই হাঁস- মুরগি হবাই করা থেকে বিরত থাকেন। তবে কোরবানির দিন হাঁস-মুরগি জবাই করা যাবে না- এমন কোনো বিধিনিষেধ ইসলাম ধর্মে নেই। এ বিষয়ে কোরআনে কোথাও নিষেধাজ্ঞা দেয়া হয়নি।
এ বিষয়ে একটি ইউটিউব চ্যানেলে শায়খ আহমাদুল্লাহ বলেছেন, কোরবানির দিন অবশ্যই হাঁস-মুরগি জবাই করা যাবে। তবে আল্লাহর নামে কোরবানির নিয়তে সে জবাইয়ের গ্রহণযোগ্যতা নেই।
কারণ এ পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। তবে এমনি গোশত খাওয়ার উদ্দেশ্যে ঈদের দিন হাঁস-মুরগি জবাই করা যেতে পারে। এতে কোনো সমস্যা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।