প্রশ্ন : রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়? তাহলে এ অবস্থায় ওই রোজাদারের করণীয় কী?
-ইসহাক, ব্রাহ্মণবাড়িয়া
উত্তর : ইনহেলার ব্যবহারে রোজা ভেঙে যায়। প্রশ্নে বর্ণিত ব্যক্তির ওপর উক্ত রোগ থেকে আরোগ্য হওয়ার পর ছুটে যাওয়া রোজাগুলোর শুধু কাজা করা ওয়াজিব। তবে শ্বাসকষ্ট রোগ হতে শেফা পাওয়া থেকে নিরাশ হলে প্রত্যেক রোজার জন্য ফিদিয়া আদায় করা জরুরি।
উল্লেখ্য, ফিদিয়া আদায় করার পরও যদি কখনো সুস্থ হয়ে যায়, আবার কাজা করতে হবে, ওই ফিদিয়া যথেষ্ট হবে না। আর মৃত্যুর আগে ফিদিয়া আদায় করা না হলে অসিয়ত করা জরুরি।
(আদ্দুররুল মুখতার : ২/৩৯৫, ২/৪২৩, রদ্দুল মুহতার : ২/৩৯৫, ৪২৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৪৫)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।