বাংলাদেশ থেকে কি দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ?

সূর্যগ্রহণ

জুমবাংলা ডেস্ক : খুবই বিরল এক পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আগামী ৮ এপ্রিল সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। কিন্তু এই বিরল ঘটনার সাক্ষী হতে পারবে না বাংলাদেশসহ এশিয়ার মানুষজন। শুধুমাত্র উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে।

সূর্যগ্রহণ

দ্য স্কাই লাইভ অনলাইন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূর্যগ্রহণ

দ্য স্কাই লাইভ সাইটে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা প্যারামিটার সার্চে পূর্ণ সূর্যগ্রহণ দেখতে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

হিস্টরিক্যাল ওয়েদার ডেটা অনুসারে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে সবচেয়ে ভালভাবে এই সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানা গেছে।এলাকাভেদে ৪ মিনিটের কিছুটা বেশি সময় এই সূর্যগ্রহণ দেখা যাবে।

সূর্যগ্রহণ1

সূর্যগ্রহণ মহাজাগতিক একটি বর্ণিল আর আকর্ষণীয় ঘটনা। চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘোরে, তখন তার প্রদক্ষিণ পথে কখনো কখনো চাঁদ এসে পড়ে সূর্য ও পৃথিবীর মাঝখানে। তখন তারা থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয়, ফলে ঘটে সূর্যের গ্রহণ। চাঁদ এ সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে। চাঁদ যখন সূর্যের আংশিক ঢেকে রাখে তখন সংঘটিত হয় আংশিক সূর্যগ্রহণ, আর পুরো ঢেকে ফেললে হয় পূর্ণ সূর্যগ্রহণ।

ভারতীয় কফ সিরাপে শিশুমৃত্যু : ২৩ জনকে জেল-জরিমানা উজবেকিস্তানে

খালি চোখে সূর্যগ্রহণ দেখা চোখের জন্য ক্ষতিকর। খালি চোখে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করেন তাহলে চোখের রেটিনার ক্ষতি হতে পারে বলে জানাচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা। নিরাপদে সূর্যগ্রহণ দেখতে পিনহোল প্রজেকশন, ওয়ান্ডার গ্লাস, মাইলার ফিল্টারসহ স্মার্টফোনের ক্যামেরায় এবং সরাসরি প্রচারিত টেলিভিশন শো থেকে দেখা যেতে পারে।