ধাঁধাটা কিন্তু সংখ্যার নয়। অর্থাৎ ‘৪+৯= ১’ এটা সংখ্যার অঙ্ক দিয়ে ভাবলে চলবে না। ছবিটি ভাল করে দেখুন। তাহলেই বুঝবেন ছবিতে শুধু সংখ্যা নয়, আরও একটি নজর করার বিষয় রয়েছে। এই চার বা নয় সংখ্যা গুলি লেখা হয়েছে দেশলাই কাঠি সাজিয়ে। আপনাকে এই ধাঁধারও সমাধান করতে হবে দেশলাই কাঠি দিয়েই।

ধাঁধাটি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে ‘ইজ়ি ডেলি কুইজ়’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। তারা বলেই দিয়েছে এই অঙ্কটি ঠিক নয়। কিন্তু একই সঙ্গে জানতে চেয়েছে আপনি কি অঙ্কটিকে ঠিক করতে পারবেন?
কী ভাবে অঙ্কটি ঠিক করতে হবে সেই উপায়ও বলে দিয়েছে প্রশ্নকর্তা। বলা হয়েছে, একটি মাত্র দেশলাই কাঠি সরিয়ে এই ধাঁধার সমাধান করতে হবে।
বলুন তো এর জবাব কী?
কমেন্টে এর দু’রকম জবাব এসেছে। একটি হল ৪+৩=৭ আরেকটি -৪+৫=১।
Optical illusion: কি দেখতে পাচ্ছেন? এটি বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন
তবে অনেকেই বলছেন দ্বিতীয়টিই ঠিক। কারণ এখানে শুধু মাত্র একটি দেশলাই কাঠি স্থানচ্যূত করলেই সমাধান হবে। অন্যটির ক্ষেত্রে এককে সাত বানাতে বাকি দু’টি দেশলাই কাঠিকে একটু হলেও হেলাতে হবে।
আপনার কী মনে হয়?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



