কানাডায় স্থায়ী বাসিন্দা হবার বিশাল সুযোগ

কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : আগামী দুই বছরে ৯ লাখ ৮৫ হাজার বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দার স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা। ২০২৪ সালে ৪ লাখ ৮৫ হাজার ও ২০২৫ সালে ৫ লাখ মানুষকে তারা এই স্বীকৃতি দিচ্ছে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী মার্ক মিলার।

কানাডা

মন্ত্রী বলেন, কানাডার অর্থনীতিতে অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যত উন্নতির জন্য অভিবাসীরা বড় জ্বালানি হিসেবে কাজ করেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য, যোগাযোগ ও স্থাপত্যে আমাদের দক্ষ জনবলের ঘাটতি ও ক্রমেই বয়স্ক নাগরিকদের সংখ্যা বৃদ্ধির কারণে নতুন অভিবাসীরা আমাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

মার্ক মিলার বলেন, দক্ষ কর্মী ও তাদের পরিবারের জন্য কানাডার শতাধিক অভিবাসন নীতি রয়েছে। সংবাদমাধ্যম সিবিসি জানায়, কানাডার মূল অভিবাসন আইন হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্ট (আইআরপিএ)। এই আইনের আওতায় প্রতিবছর ১ নভেম্বরের মধ্যে বার্ষিক অভিবাসন নীতি প্রকাশ করে কানাডা।

এর আগে মঙ্গলবার দেশটির অভিবাসন ব্যবস্থার ত্রুটিগুলি স্বীকার করেছেন মার্ক মিলার। তিনি এই ব্যবস্থার আধুনিকীকরণের জন্য একটি নতুন পদ্ধতির স্তম্ভের রূপরেখা প্রকাশ করেছেন। পরিকল্পনাটি নতুন স্থায়ী বাসিন্দাদের সংখ্যার নির্দেশিকা হিসাবে কাজ করবে।

মা-বাবা, ভাইবোন কেউ ছিল না অভিনেত্রী হিমুর

পরিসংখ্যান অনুযায়ী কানাডার জনসংখ্যা বৃদ্ধির ৯৮ শতাংশের ক্ষেত্রেই ভূমিকা রাখছে এই বিদেশি স্থায়ী বাসিন্দারা। ২০২২ সালে তাদের জনসংখ্যা বেড়েছে রেকর্ড ১০ লাখ।