কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত সালমানের নায়িকা

Canada road accident

বিনোদন ডেস্ক : কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রম্ভা। মঙ্গলবার টরন্টোতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। রম্ভা সুস্থ থাকলেও তার কন্যা সাশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্দ্রকুমার প্রথমানাথন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে বর্তমানে কানাডায় বসবাস করছিলেন রম্ভা।

Canada road accident

সন্তানদের স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী রম্ভা। এসময় পাশের রাস্তা থেকে দ্রুত গতিতে আসা আরেকটি গাড়ির আঘাত করে রম্ভার গাড়িকে। দুর্ঘটনায় কেউই বড় কোনো আঘাত না পেলেও রম্ভার ছোট মেয়ে সাশা বেশ আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে যাওয়া গাড়িটির ছবি ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মেয়ের ছবিও পোস্ট করেছেন। লিখেছেন, ‘সন্তানদের স্কুল থেকে নিয়ে আসার পথে আমাদের গাড়িকে পাশ থেকে আরেকটি গাড়ি এসে আঘাত করে। আমরা অল্প আঘাত পেলেও ভালো আছি। আমার ছোট্ট সাশা এখনও হাসপাতালে। খারাপ দিন, খারাপ সময় যাচ্ছে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

ক্যামেরার সামনে এক মিনিট যা করলেন স্বস্তিকা

রম্ভা নব্বই দশকের জনপ্রিয় নায়িকা। ‘জুড়ুয়া’, ‘বন্ধন’-এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন রম্ভা। এছাড়াও অভিনয় করেছেন রজনীকান্ত, অজিত, বিজয়, সালমান খান, চিরঞ্জীবের মতো তারকার সঙ্গে।