Advertisement
কানাডার রাজধানী অটোয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে রিভারসাইড ড্রাইভ এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিটিসি নিউজ।
অটোয়া পুলিশ জানিয়েছে, তদন্ত কাজের জন্য রিভারসাইড ড্রাইভের হান্ট ক্লাব ও রিভার রোডের মধ্যবর্তী অংশ বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলো উপস্থিত রয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, জননিরাপত্তায় কোনো ধরনের ঝুঁকি নেই। তবে বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
হেবা দলিলের সরকার নির্ধারিত রেজিস্ট্রি খরচ কত? কে কাকে হেবা দলিল করতে পারবে
এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।