জুমবাংলা ডেস্ক : বাংলাদেশসহ সারা বিশ্বের লাখো তরুণের স্বপ্নের গন্তব্য কানাডা। তবে কানাডা সরকার দিনদিন কানাডায় যাওয়ার প্রক্রিয়া, আবাসনের নিয়মসহ বেশ কিছু জায়গায় কড়াকড়ি আরোপ করেছে। সম্প্রতি দেশটির সরকার কানাডাতে স্থায়ী বসবাস ও স্টুডেন্ট ভিসায় যাওয়ার প্রক্রিয়া আরও কঠিন করেছে। একারণে আপনি যদি কানাডা যেতে চান তাহলে আপনার থাকতে হবে বিশেষ কিছু যোগ্যতা। এছাড়াও কানাডা ভিসা পেতে কি কি নিয়ম ও বিধি নিষেধ মানতে হবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
আপনি যখন বাংলাদেশ থেকে কানাডা যাবেন তখন আপনাকে কানাডা সরকারের কিছু বিধি নিষেধ মানতে হবে। বিধি নিষেধ মানলে আপনাকে কানাডা যাওয়ার অনুমতি প্রদান করবে। মূলত একেই বলে যোগ্যতা।
একজন বাংলাদেশীকে কানাডা যেতে কি কি যোগ্যতা লাগে সেই ধারণা গুলো চলুন নিচে থেকে জেনে আসি
কানাডা ভিসা পাওয়ার যোগ্যতা জানার আগে জানতে হবে কেন আপনি বাংলাদেশ থেকে কানাডা যাবেন বা কি কারণে আপনার কানাডা যাওয়া উচিত।
যে যে কারণে কানাডায় যাওয়া যায়
*ভ্রমণের জন্য টুরিস্ট ভিসায় আপনি কানাডা যেতে পারেন।
*বাংলাদেশের তুলনায় কানাডার শিক্ষাগত মান অনেক উন্নত। উচ্চ শিক্ষার জন্য আপনি স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে পারেন।
*কানাডা উন্নত দেশ হিসাবে কানাডাতে অভিবাসন পাওয়ার জন্য যেতে পারেন।
*কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করে বেশি অর্থ আয় করার জন্য কানাডা যেতে পারেন।
কানাডা যাওয়ার যোগ্যতা গুলো জানুন
মূলত কানাডা যেতে আপনার কি কি যোগ্যতা লাগবে সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে কোন কারণে কানাডা যেতে চাচ্ছেন তার উপর।
আপনি যদি পড়াশোনা করতে কানাডা যেতে চান তাহলে এক ধরনের যোগ্যতা লাগবে। আবার যদি ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করতে যেতে চান তাহলে এক ধরনের যোগ্যতা লাগবে। আবার টুরিস্ট ভিসায় কানাডা যেতে চাইলে এক ধরনের যোগ্যতা লাগবে।
কানাডা যাওয়ার স্টুডেন্ট ভিসার যোগ্যতা
*বৈধ পাসপোর্ট থাকতে হবে।
*সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
*IELTS পরিক্ষায় সর্বনিন্ম স্কোর ৬ পেতে হবে।
*কানাডা কোনো বিশ্ববিদ্যালয় থেকে লেটার অফার।
*আগে অধ্যায়নরত কলেজ এর মূল সনদের সত্যায়িত কপি।
*শিক্ষার্থীর আইডেন্টিটি এর প্রয়োজনীয় ডকুমেন্টস।
*ব্যাংক স্টেটমেন্ট এর কপি।
*পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
*আবেদনপত্রের ফরম।
* করোনা ভাইরাসের টিকা কার্ড।
কানাডা যাওয়ার ওয়ার্ক পারমিট এর যোগ্যতা
*বৈধ পাসপোর্ট থাকতে হবে।
*জাতীয় পরিচয়পত্র (সব বয়সীদের জন্য প্রযোজ্য না)।
*সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
*জন্ম নিবন্ধন সনদ।
*কানাডা ভিসা আবেদন ফরম।
*পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
*আবেদনকারীর সকল ডকুমেন্টস গুলো সত্যায়িত।
*ব্যাংক স্টেটমেন্ট এর কপি।
*করোনা ভাইরাসের টিকা কার্ড।
*কানাডা যাওয়ার টুরিস্ট ভিসার যোগ্যতা
*কানাডা ভিসা আবেদন ফরম।
*বৈধ পাসপোর্ট থাকতে হবে।
*হোটেল বুকিং ডকুমেন্টস।
*জাতীয় পরিচয়পত্র।
*পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
*ব্যাংক স্টেটমেন্ট এর কপি।
*ব্যাংকে ১০ লাখ টাকা দেখাতে হবে।
*করোনা ভাইরাসের টিকা কার্ড।
*জন্ম নিবন্ধন সনদ।
*পূর্বে কোনো দেশ ভ্রমণ করলে তার ডকুমেন্ট।
*সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
কানাডা যাওয়ার খরচ কত?
বাংলাদেশ থেকে কানাডা যেতে ১০ লাখ থেকে ১২ লাখ টাকা খরচ হয়। কিছু কিছু ক্ষেত্রে এর থেকে বেশি টাকা লাগে।
কানাডা যাওয়ার সহজ উপায়?
কানাডা যাওয়ার সহজ উপায় হলো আপনার যদি কোনো আত্মীয় স্বজনরা কানাডা থাকে তাহলে তাদের মাধ্যমে যোগাযোগ করে খুব সহজে কানাডা যেতে পারবেন।
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়?
বাংলাদেশ থেকে সরকারিভাবে কানাডা যেতে নিকটস্থ বিএমইটি কার্যালয় থেকে আপনার দক্ষতা অনুযায়ী কানাডা ভিসার আবেদন করুন। সরকারিভাবে কম খরচে কানাডা যেতে পারবেন কিন্তু এক্ষেত্রে সময় বেশি লাগে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।