আন্তর্জাতিক ডেস্ক : কানাডার স্থায়ী নাগরিকরা যেন সহজেই তাদের স্বামী, স্ত্রী ও পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে আসতে পারেন সেজন্য নতুন ওয়ার্ক পারমিট ঘোষণা করেছে দেশটির সরকার। খবর দ্য ইকোনোমিক টাইমসের।
শুক্রবার (২৬ মে) কানাডার নাগরিকত্ব ও অভিবাসনমন্ত্রী সিন ফ্রেজার ঘোষণা দেন, স্থায়ী বসবাসের চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে স্থায়ী নাগরিকরা যেন তাদের পরিবারের সদস্যদের দ্রুত সময়ের মধ্যে কানাডায় নিতে আসতে পারেন সেজন্য অস্থায়ী বসবাসের ভিসার কার্যক্রম চালু করা হবে।
মন্ত্রী সিন ফ্রেজার আরও ঘোষণা দিয়েছেন স্বামী/স্ত্রী ছাড়াও আরও যাদের ওপেন ওয়ার্ক পারমিট আছে এবং যাদের এ অনুমোদনের মেয়াদ চলতি বছরের ১ আগস্ট শেষ হয়ে যাবে, তারা আরও ১৮ মাসের জন্য এটির মেয়াদ বৃদ্ধি করতে পারবেন।
তার ঘোষণায় বলা হয়- স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী/স্ত্রীদের দ্রুত অস্থায়ী বসবাসের ভিসা দেওয়া। স্বামী/স্ত্রী বা পরিবারের সদস্যদের জন্য নতুন ওপেন ওয়ার্ক পারমিট দেয়া হবে।
এ ব্যাপারে কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ এক বিবৃতিতে বলেছে, বেশিরভাগ আবেদনই ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং আবেদনকারীরা স্বামী-স্ত্রী ও নির্ভরশীল হিসেবে এর সুবিধা পেয়ে থাকবেন।
বিবৃতিতে আরও জানানো হয়, ইতোমধ্যে অনেকেই নতুন নিয়মে আবেদন শুরু করেছেন। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ অনুমোদন পেয়েছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।