Advertisement
  
  আন্তর্জাতিক ডেস্ক : বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জি২০ সম্মেলন শেষে ভারত থেকে দেশে ফিরতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার রাতে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইটের কিছুক্ষণ আগে কানাডার সশস্ত্র বাহিনী বিমানে যান্ত্রিক সমস্যার বিষয়টি বুঝতে পারে। এরপর ফ্লাইট স্থগিত করা হয়।

যান্ত্রিক এই সমস্যা রাতারাতি মেটানো সম্ভব নয়। সে কারণে কানাডার প্রধানমন্ত্রী ও তার সঙ্গীদের রোববার রাতে ভারতেই থাকতে হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ফেরার বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত জাস্টিন ট্রুডো ও প্রতিনিধি দলের সদস্যরা ভারতেই থাকবেন।
প্রসঙ্গত, জি২০ সম্মেলন উপলক্ষে গত শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী ভারতে আসেন। খবর হিন্দুস্তান টাইমসের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


