বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খানে। সম্প্রতি তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে বদল এসেছে তার জীবেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি, সারাদিন মায়ের সঙ্গেই থাকেন অভিনেত্রী। প্রথম যে দিন নিজের মাকে এই দুঃসংবাদ দিয়েছিলেন, সে দিনের কিছু ছবি এবার পোস্ট করলেন হিনা।
ছবিতে দেখা যায়, হিনাকে আগলে বসে রয়েছেন তার মা। ছবির সঙ্গে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন হিনা। তিনি লিখেছেন, সন্তানকে ভালবাসা, আশ্রয় ও আরাম দেয়ার জন্য একজন মা এক সমুদ্র দুঃখ ও যন্ত্রণা নিজে শুষে নিতে পারেন। এই দিনই আমার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর মা পেয়েছিলেন। এই দুঃসংবাদ তার জন্য বড় ধাক্কা ছিল ঠিকই। কিন্তু নিজের যন্ত্রণা ভুলে গিয়ে আমায় নিজের কোলে জায়গা দিয়েছিলেন মা।
অভিনেত্রী আরও লিখেছেন, মায়েদের মধ্যে এক অদ্ভুত ধরনের শক্তি থাকে সব সময় দেখেছি। আমি বুঝতে পারছিলাম, মার মধ্যেও কী চলছে। কিন্তু আমায় শক্তি জোগাতে তিনি নিজের বাহুডোরে আমায় আশ্রয় দিয়েছিলেন। হিনার এই আবেগঘন পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে। তার অনেক ভক্ত অভিনেত্রীকে সাহস দিচ্ছেন।
স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত হিনা। মারণ রোগের সঙ্গে লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরছেন অভিনেত্রী। ক্যানসারের অ্যাডভান্স স্টেজে রয়েছেন তিনি, কেমোথেরাপি চলছে। স্বাভাবিক নিয়মেই তাই চুল উঠে যাবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাই নিজের চুল নিজের হাতেই কেটে ফেললেন হিনা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন হিনা।
৪০০ কোটি টাকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই পিয়নের ব্যাংক হিসাব জব্দ
ভিডিওটিতে দেখা যায় মাথার প্রিয় লম্বা চুলগুলো আয়নার সামনে বসে নিজ হাতেই কেটেছেন অভিনেত্রী। পাশেই বসে আছেন মা। তিনি ভারাক্রান্ত। কিন্তু অভিনেত্রীর ঠোঁটের কোণে হাসি। মাকে সান্ত্বনা দিয়ে বলেছেন,সামান্য চুলই তো মা। তুমি তো কতবার ছোট করে চুল কেটেছ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।