বিনোদন ডেস্ক : বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন। কবে তার শরীরে এই মারণ রোগ বাসা বেঁধেছিল তা অবশ্য জানাননি। তবে ভয়াবহ এই রোগের সঙ্গে যুদ্ধ করে এখন তিনি পুরোপুরি সুস্থ।
বলিউড নির্মাতা করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ এসে তিনি বললেন এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তবে তাকে কঠোর নিয়ম মানতে হয়েছে। যে কারণে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র অফারও ছেড়ে দেন তিনি।
এই শোতে শর্মিলা ঠাকুর জানিয়েছেন, তিনি ক্যানসারে আক্রান্ত। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির গল্প পছন্দ হলেও তাকে তা ফিরিয়ে দিতে হয়েছে। কারণ সেই সময় তিনি নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন। করণ তার সঙ্গে কাজ করতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেন।
ছবিতে আলিয়া ভাটের দাদির ভূমিকায় অভিনয় করার কথা ছিল তার। কিন্তু শরীরে মারণরোগ বাসা বাঁধায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন শর্মিলা ঠাকুর।
শাবানা আজমি যে চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলাকে সেই চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কারণে তিনি ‘হ্যাঁ’ বলতে পারেননি।
বাসর রাতে উদ্দাম রোমান্সের পর বী.র্যপান, বিয়ের কিছু অদ্ভুদ প্রথা
করণের শোতে শর্মিলা বলেন, তখন কোভিডের অবস্থা খুব খারাপ পর্যায়ে ছিল। সেই সময় সবাই কোভিডের সঙ্গে লড়াই করছিল, আমাদের টিকাও দেয়া হয়নিখন। আর ক্যানসারের পর পরিবারের কেউ চায়নি আমি এই ঝুঁকি নেই। এই প্রথমবার নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর দিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।