বিনোদন ডেস্ক : ‘ড্রপ দ্য ডেড ডানকি’, ‘পিক প্র্যাকটিস’, ‘মার্সিবিট’ ও ‘দ্য উইন্ডসরস’সহ টেলিভিশন শো’য়ের পরিচিত মুখ জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী হেডন গুয়েন মারা গেছেন। শুক্রবার (২০ অক্টোবর) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৬৬ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, হেডন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভয়াবহ এ অসুখে আক্রান্ত হওয়ার পর গত মাসে একটি নাটকের কাজ থেকে সরে আসেন তিনি।
এ অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছ শনাক্ত হওয়ার পর মঞ্চ ও পর্দার তারকা হেডন ২০ অক্টোবর মারা গেছেন। হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর সময় তার ছেলে, পরিবারের সদস্য এবং বন্ধুরা ছিলেন।
এ ইংরেজ অভিনেত্রীর শক্তিশালী স্টেজ ক্যারিয়ারও ছিল। চ্যানেল-৪ এ ‘দ্য উইন্ডসন’ এ রানি ক্যামিলা ছিলেন এবং ‘দ্য অডিয়েন্স’-এ স্টেজে সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের চরিত্রে অভিনয় করেছিলেন।
এ অভিনেত্রী ‘ওয়েস্ট এন্ড’ এবং ‘বিলি এলিয়ট দ্য মিউজিক্যাল’র জন্য ব্রডওয়েতে টনি ও অলিভিয়ার উভয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
১৯৮০-এর দশকে টেলিভিশন নাটক নাইস ওয়ার্কের মাধ্যমে কাজ শুরু করেন। এরপর ‘ড্রপ দ্য ডেড ডানকি’তে নিষ্ঠুর ও আত্মসংযমী সাংবাদিক অ্যালেক্সের চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন। এছাড়া তিনি ‘পিক প্র্যাকটিস’ এ ড. জোয়ানা গ্রাহাম, ‘মার্সিবিট’-এ সুসান ব্লেক এবং বিবিসির রোমে জুলিয়াস সিজারের স্ত্রী ক্যালপুরনিয়াচরিত্রে অভিনয় করেছেন।
হেডন নেটফ্লিক্সের দ্য কাউনের পঞ্চম সিরিজে সাবেক রাজকীয় সহকারী লেডি সুসান হা সির চরিত্রেও অভিনয় করিছলেন। যিনি বর্ণবাদদের কারণে রাজপরিবার থেকে পদত্যাগ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।