ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেত্রী সিন্ধু

অভিনেত্রী সিন্ধু

বিনোদন ডেস্ক : তামিল অভিনেত্রী সিন্ধু মারা গেছেন। সোমবার (৭আগস্ট) ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন অভিনেত্রী। তামিল রোমান্টিক-ড্রামা ‘অঙ্গাদি থেরু’তে অভিনয়ের জন্য জনপ্রিয় ছিলেন সিন্ধু। দীর্ঘদিন ধরেই স্তন ক্যান্সারের সাথে লড়াই করছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী সিন্ধু

জানা গেছে, অভিনেত্রী চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান তিনি। তামিল অভিনেতা কোত্তাচি সিন্ধুর মৃত্যুর খবর শেয়ার করেছেন।

২০২০ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সিন্ধু। তারপর থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তার রোগ নির্ণয়ের পর তিনি তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরোধ করেন। অভিনেতা কার্থি, ইসারি, সতীশ কুমার সহ দক্ষিণের অন্যান্য তারকাগন সিন্ধুর চিকিৎসার জন্য সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করেন সিন্ধু।

ছবিটি জুম করে লুকিয়ে থাকা সাপটি খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

দারিদ্র্য জীবন থাকায় চলচ্চিত্রে অভিনয় করতে তার কঠিন সংগ্রাম করতে হয়েছে। সিন্ধু ১৪ বছর বয়সে বিয়ে করেন এবং একটি সন্তানের মা হন। খুব বিবাদময় বিবাহিত জীবন ছিল অভিনেত্রীর। সিন্ধু ২০১০ সালে ‘অঙ্গাদি থেরু’তে অভিনয় করেছিলেন। তিনি তার অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন সকলের। এরপর ‘নাদোদিগাল’, ‘নান মহান আলা’, ‘থেনাভাট্টু’ এবং ‘কারুপুস্বামী কুথাগাইথার’-এর মতো চলচ্চিত্রেও কাজ করেছেন সিন্ধু।

সূত্র : পিঙ্কভিলা