EOS R6 MARK 2 মডেলের ক্যামেরা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় কোম্পানি ক্যানন। কোম্পানিটি ঘোষণা দিয়েছে যে, এ ক্যামেরাটি ফুল ফ্রেম মিররলেস টেকনোলজির উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে।
ক্যামেরাটি 4K এবং 6K রেজুলেশন বজায় রেখে ভিডিও করতে সক্ষম। লো লাইট ফটোগ্রাফিতে ক্যামেরাটি আপনার জন্য উপযুক্ত হবে। ক্যাননের এই ডিভাইসে ২৪.২ মেগাপিক্সেলের সিএমওএস সেন্সর ব্যবহার করা হয়েছে।
ক্যাননের ক্যামেরায় অটো-ফোকাস সিস্টেমকে আরো উন্নত করো হয়েছে। ফোরকে রেজুলেশন এ ৬০ এফপিএস বজায় রেখে ভিডিও করা যায় বলে ক্যামেরাটির জনপ্রিয়তা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।
ফিল্মিং এর সময় তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত প্রি-রেকর্ডিং এর ফিচার রাখা হয়েছে। এবার ক্যামেরায় সার্কিট ডিজাইন এ বড় পরিবর্তন আনা হয়েছে। ফোরকে রেজুলেশন বজায় রেখে একটানা ছয় ঘন্টা পর্যন্ত আপনি ভিডিও শ্যুট করতে পারবেন।
ক্যাননের এ ক্যামেরাটির সাথে আপনি হাই ডেফিনেশন রেন্ডারিং সাপোর্ট পেয়ে যাবেন। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির ক্ষেত্রে আলাদা সুইচ বাটন দেওয়া হয়েছে ক্যামেরাটির উপরের দিকে।
ডিপ লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম এর উপর ভিত্তি করে ক্যামেরার লেন্স সাবজেক্টকে পর্যবেক্ষণ করে। মানুষ, গাড়ি ও পশু আলাদাভাবে সনাক্ত করতে সক্ষম ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম।
অটোমেটিক পদ্ধতিতে ক্যামেরার এআই মানুষের চোখ এবং মুখ পর্যবেক্ষণ করে থাকে। এরপর ফোকাস সিস্টেম চালু হয়। কম আলোতেও ইমেজ স্ট্যাবেলােইজেশন ফিচার কাজ করে।
শাটার সিস্টেমে যেন কোন সমস্যা না হয় সেজন্য নতুন সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় প্রি-রের্কডিং বার্স্ট মোড ফিচার দেওয়া হয়েছে। ছবি প্রসেসিং করার জন্য সফটওয়্যার সিস্টেমের আপডেট আনা হয়েছে।
পানি এবং ধুলাবালিতে ক্যামেরার লেন্সের কোন সমস্যা হবে না। হাই স্পিড ফাইল শেয়ারিং সিস্টেমও দেওয়া হয়েছে। কম্পিউটারে আপনি ওয়েব ক্যামেরা হিসেবে এটি বিভিন্ন সফটওয়্যারে ব্যবহার করতে পারবেন।
তবে ক্যামেরার নেক্সট জেনারেশন ইন্টারফেস সিস্টেম আপনাকে বিস্মিত করবে। ক্যাননের এ ক্যামেরার দাম ২ লক্ষ রুপি ও ২ লক্ষ ২০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।