Canon EOS R6 Mark II হচ্ছে এমন এক মিররলেস ক্যামেরা যা দেখতে কমপ্লিট ডিএসএলআর এর মতই। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যারা ছবি তুলতে পছন্দ করেন তাদেরকে আকর্ষণ করা যায়। বিশেষ করে যেসব ক্রেতারা মিররলেস সিস্টেমে সুইচ করতে আগ্রহী।
যারা হাই কোয়ালিটির ক্যামেরা পছন্দ করেন এবং সিরিয়াস ফটোগ্রাফি করতে হয় তাদের জন্য এটি উপযুক্ত অপশন হবে। যেসব কনটেন্ট মেকারদের উন্নত ছবি দরকার হয় তাদের জন্য এটি ভালো অপশন হবে।
লো লাইট ফটোগ্রাফিতে ক্যামেরাটি অনেক ভালো পারফর্ম করতে সক্ষম হয়েছে। নতুন ক্যামেরাটির ডিজাইন বেশ সলিড এবং বডিতে ম্যাগনেসিয়াম এর প্রলেপ দেওয়া হয়েছে।
সব কয়টি বাটন ডিভাইসের সঠিক জায়গায় দেওয়া হয়েছে। এই ক্যামেরাটিকে আপনি মিনি ডিএসএলআর বলতে পারেন। এটির ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার এত স্পষ্টভাবে সবকিছু ফুটিয়ে তুলতে পারে যে আপনি অপটিক্যাল ফাইবারের কথা ভুলে গেলেই স্বাভাবিক।
এই ডিভাইসে বিল্ড-ইন ইমেজ স্ট্যাবালাইজেশন দেওয়া হয়েছে। canon দাবি করছে যে, এটির ইমেজ স্ট্যাবালাইজেশন ফিচারটি বিশ্বের অন্যতম সেরা। ডিভাইসটির অটোফোকাস সিস্টেম প্রশংসার দাবি রাখে।
ঘোড়া, ট্রেন, এয়ারক্রাফট সহ যেকোনো বস্তুর বিস্তৃত অংশ ফ্রেমের মধ্যে নিয়ে আসার সক্ষমতা রাখে ক্যামেরাটি। ডিভাইসটির রেজুলেশন ২৪.২ মেগাপিক্সেল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ক্যাননের এই ডিভাইসের দাম হচ্ছে প্রায় ২৫০০ ডলার।
ব্লুটুথ 5.0 সংস্করণ এবং ওয়্যারলেস ট্রান্সফারের জন্য ৫ গিগাহার্জের ওয়াইফাই সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করতে পারবেন এ ক্যামেরা দিয়ে।
পাশাপাশি এক্সটার্নাল রেকর্ডার ব্যবহার করে 6K রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করা সম্ভব। এই ক্যামেরাটির একটি দুর্দান্ত ফিচার হচ্ছে হাই রেজুলেশন বজায় রেখে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে সক্ষম হবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।