সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : রুবি বেগমের বয়স প্রায় ৬০ বছর। প্রায় তিন মাস আগে দূর্ঘটনায় কর্মক্ষমতা হারিয়ে ভিক্ষাবৃত্তি করে অসুস্থ স্বামীকে নিয়ে কোনরকমে জীবনযাপন করেন ঢাকার ধামরাই উপজেলার সোয়াপুর এলাকার এই বৃদ্ধ নারী।
শুক্রবার (০৭ এপ্রিল) পার্শবর্তী জেলা মানিকগঞ্জে ভিক্ষা করতে এসেছিলেন তিনি। সারাদিন ভিক্ষাবৃত্তি করে বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় মুরগির দোকানের পাশে ফেলে দেয়া মুরগির চামড়া কুড়িয়ে নিতে দেখা যায় তাকে।
ফেলে দেয়া এসব চামড়া কুড়িয়ে নিয়ে কি করবেন জানতে চাইলে রুবি বেগম এই প্রতিবেদককে বলেন, আমাদের তো আর মুরগি কেনার সামর্থ্য নেই। এই চামড়া কুড়িয়ে নিয়ে পশম পরিষ্কার করে আলু দিয়ে ভেজে খাবো।
ভিক্ষাবৃত্তি করে রোজগার করা টাকা দিয়ে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, আজকে সারাদিন ভিক্ষা করে সাড়ে তিনশ’ টাকা পাইছি, এই টাকা দিয়ে চাল, তেল, লবণ কিনবো।
রুবি বেগম আরো বলেন, এতদিন কাজ করে সংসার চালিয়েছি। এক্সিডেন্ট হওয়ার পর থেকে কাজ করতে পারিনা। এজন্য ভিক্ষা করি। সরকার অনেক মানুষকে ভাতা দিলেও আমি এখনো কোন ভাতা পাইনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।