আন্তর্জাতিক ডেস্ক : লটারিতে এক কোটি টাকা জিতে কপাল খুলল অটোচালক ও তার স্ত্রীর। টাকা পেয়ে আনন্দে আত্মহারা হলেও এত টাকা দিয়ে কী করবেন তা ভেবে পাচ্ছেন না ভারতের পশ্চিমবঙ্গের এই দম্পতি।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সালুয়ার গোলাপী এলাকায় বাড়ি অটোচালক সুমন কাচারি ও তার স্ত্রী মায়ার। দুজনের টানাটানির সংসার। ভাগ্য ফেরাতে মাঝে-মধ্যেই লটারির টিকিট কিনতেন তারা। মাঝে-মধ্যে ছোটখাটো পুরস্কার জিতলেও এবার ১ কোটি টাকা জিতেছেন মায়া; কিন্তু এত টাকা নিয়ে কী করবেন, তা ভেবে পাচ্ছেন না এই দম্পতি।
বৃহস্পতিবার লটারির টিকিটে প্রথম পুরস্কার জিতেন মায়া। এরপর স্বামীকে নিয়ে থানায় যান তিনি।
মায়া বলেন, গত ৩-৪ বছর ধরে এলাকার একটি নির্দিষ্ট দোকান থেকে লটারির টিকিট কিনছি। একবার ২ লাখ টাকা এবং আরেকবার ২৫ হাজার টাকা পেয়েছিলাম।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার লটারি দোকানদার যখন ফোন করে জানান, আমি কোটি টাকা জিতেছি, তখন বিশ্বাসই করতে পারছিলাম না। ভেবেছিলাম তিনি মজা করছেন।
মায়া বলেন, ওই টাকা ব্যাংকে জমা হওয়ার কথা; কিন্তু এখনো ঠিক করতে পারিনি, কী করব এই টাকা দিয়ে।
কোটি টাকা জিতে কেমন লাগছে? এমন প্রশ্নে মায়ার জবাব- আপনারাই বলুন, কোটি টাকা জিতলে কেমন লাগতে পারে! তিনি আরও বলেন, কিন্তু এত টাকা নিয়ে কী করব, সেটাই ভাবছি। চিন্তায় পড়ে গেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।