চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া শিশু দুই ভাইবোনের মধ্যে মোরশেদ (০২) মারা গেছে। সোমবার (০৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ বিষয়ে হাসপাতালে থাকা স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্য সাফায়েত রায়হান বলেন, গত কয়েকদিন ধরে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায়, চট্টগ্রাম সিভিল সার্জনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় ছিলো শিশু মোরশেদ। আজ চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়। তার পিতা জেল হাজতে এবং মায়ের খোঁজ এখনো মিলেনি। হাসপাতালে তার দাদি রয়েছেন।
শিশুটির দাদি পারভীন আক্তার (৬৫) জানান, শিশুটির মরদেহ তাদের দেশের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে নিয়ে যাওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, শিশু মোরশেদ চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা গেছে, তার মরদেহ মানিকছড়ি নিয়ে যাওয়া হবে। তার বোনকে যদি তার দাদি নিতে চায় তাহলে তাকেও দাদিকে দিয়ে দেওয়া হবে না হয় অন্য সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য যে, গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন দুই শিশুকে উদ্ধার করেন মহিম নামের এক সিএনজি চালক। পরে বিষয়টি জানাজানি হলে মানবিক দিক বিবেচনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন শিশুদের দায়িত্ব গ্রহণ করে।
পরে বুধবার রাত ১টার দিকে বাঁশখালী থেকে তাদের বাবা খোরশেদ আলমকে আটক করা হয়। পরে পুলিশি হেফাজতে পারিবারিক কলহের কথা জানান খোরশেদ আলম। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায় বলে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


