স্পোর্টস ডেস্ক : একি হলো আজ হতাশ করলেন অধিনায়ক সাকিব আল হাসানও। ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে ব্যাট করতে নেমে ১ রানের বেশি করতে পারেননি। ৬ ওভার শেষ না হতেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে টাইগারদের ব্যাটিং।
মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংটা মোটেও ভালো হচ্ছে না বাংলাদেশের। ৩৬৪ রানের পাহাড়ে চাপা পড়ে শুরুতেই ছন্দপতন।
ইনিংসের দ্বিতীয় ওভারে পরপর দুই উইকেট হারিয়ে ধুকতে থাকে টাইগাররা। অভিজ্ঞ লিটন-সাকিবের কাছে বড় স্কোর আশা করেছিল দর্শকরা। সেটা আর হলো কই। হতাশ করলেন সাকিব আল হাসানও। ৬ষ্ঠ ওভারের চতুর্থ বলে টপলির বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
৯ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি অধিনায়ক। তিনটি উইকেটই পেয়েছেন ইংলিশ বোলার টপলি। প্রথম ওভার করতে এসেই সফলতার দেখা পান ইংলিশ সিমার। চতুর্থ ও পঞ্চম বলে তামিম ও শান্তকে তুলে নিয়েছেন তিনি।
দুজনই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তখন দলের রান মাত্র ১৫। লিটন দাস অসহায়ের মত সতীর্থদের তড়িঘড়ি করে মাঠ ছাড়তে দেখেন।
ওপেনার লিটন ব্যাট করছেন ২৮ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ৩৮ রান করেছে। খেলা চলছিল সপ্তম ওভারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।