সাইফুল ইসলাম : মানিকগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দীর্ঘ তদন্ত ও তৎপরতায় প্রায় সাড়ে তিন বছর আগে চুরি হওয়া একটি হায়েস গাড়ি উদ্ধার হয়েছে। রোববার সন্ধ্যায় পাবনার সাথিয়া পৌর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করেন পিবিআই ইনস্পেক্টর সুখেন্দু বসু।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ জুলাই মেহেদী হাসানের মালিকানাধীন হায়েস গাড়িটি তারই ড্রাইভার আজাদ হোসেন বিপ্লব মালিক সেজে কুমিল্লায় নিয়ে যান এবং দেলোয়ার নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে মেহেদী হাসান মানিকগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই মামলাটির তদন্ত দায়িত্ব পায়।
তদন্ত শেষে পিবিআই চার্জশিট দাখিল করলেও আদালত এতে অসন্তুষ্ট হয়ে পুনরায় তদন্ত ও আলামত উদ্ধারের নির্দেশ দেন। পরবর্তীতে পিবিআই ইনস্পেক্টর সুখেন্দু বসু নতুন করে তদন্তের দায়িত্ব পান এবং তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ১১ মাস অনুসন্ধানের পর গাড়িটির অবস্থান শনাক্ত করেন।
তদন্তে জানা যায়, গাড়িটি চুরির পর বিগত তিন বছরে সাতজনের হাতে হাতবদল হয়। কুমিল্লার দেলোয়ারের কাছ থেকে গাড়িটি যায় চাঁদপুরের কামালের কাছে, সেখান থেকে নারায়ণগঞ্জের মঞ্জুর আলমের কাছে। মঞ্জুর আলমের হাত থেকে গাড়িটি যায় চাঁদপুর কার হাটের মালিক আলেকের নিকট, পরে আলেক বিক্রি করেন বিসমিল্লাহ কার হাটের মালিক জানে আলম ওরফে জানু মোল্লার কাছে। জানু মোল্লা তার শো-রুম বন্ধ করার আগে গাড়িটি অন্যত্র বিক্রি করেন। দীর্ঘ এই পরিবর্তনের চক্র শেষে গাড়িটি শেষ পর্যন্ত পাবনার সাথিয়া পৌরসভা এলাকার এক শ্রমিকদল নেতার কাছে পৌঁছায়।
ইনস্পেক্টর সুখেন্দু বসু বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন অনুসন্ধানের পর গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
গাড়ি উদ্ধার হওয়ার পর মালিক মেহেদী হাসান পিবিআই এবং ইনস্পেক্টর সুখেন্দু বসুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



