বিনোদন ডেস্ক : বিরতি কাটিয়ে ফের কাজে ফিরছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা অভিনেতা সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুর। বিনোদন জগতে তিনি কামব্যাক করছেন ওয়েব দুনিয়ার মাধ্যমে। তাকে আগামীতে ‘গুলমোহর’ নামে একটি সিরিজে দেখা যাবে।
এই সিরিজ মুক্তি পাওয়ার আগে ভারতের ইন্ডিয়া টুডে-কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শর্মিলা। সেখানে তিনি ক্যারিয়ার নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। জানিয়েছেন সত্তর ও আশির দশকে তিনি এমন কিছু ছবিতে কাজ করেছিলেন, যা কেবল তার ঘর ভাড়া এবং সংসার চালানোর জন্য!
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমরা সবাই প্রফেশনাল। কখনো কখনো আমরা ছবিতে স্রেফ টাকার জন্য সই করি। নিজের দায়িত্ব পালন, ঘর ভাড়া, জীবনের খরচ বহন করার জন্য। আবার কখনো সহকর্মীকে সাহায্য করার জন্য ছবি করি, যে কিনা ভাবে সেই কাজটা আমার জন্য, আমি তাতে ফিট করব।’
শর্মিলা ঠাকুর আরও বলেন, ‘আমি নানা কারণে ছবি করেছি। আর আমার মনে হয় যদি সব দিকটা দেখি তাহলে হয়তো কাজটা আমি স্ক্রিপ্টের জন্যই করেছি। এখন এই সময়ে দাঁড়িয়ে কুসুম (গুলমোহরে তাঁর চরিত্র) আমার কাছে খুবই জরুরি।’
একই সঙ্গে শর্মিলা এই সাক্ষাৎকারে জানান, কেন এত বছর পর তিনি কামব্যাক করলেন, কেনই বা ‘গুলমোহর’ সিরিজের এই কুসুম চরিত্রটা তার কাছে এতটা জরুরি।
অভিনেত্রীর কথায়, ‘এই চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠবে মা কী, বৌদি কী এই ভাবনাগুলো। গুলমোহরের এই চরিত্রটার অনেকগুলো পরত আছে যেমনটা বাস্তবে হয়ে থাকে। বর্তমান সময় আমার বয়সী যারা তারা অনেক সময় বাড়ির ছোটদের জন্য নিজেদের ইচ্ছা, অনিচ্ছাকে পাত্তা দেন না। এটা অবশ্য মেয়েদের ভীষণ সহজাত ভাবেই আসে। কিন্তু এখন সব কিছুর সঙ্গে নিজেকেও গুরুত্ব দিতে হবে। নিজের চাহিদাকে বুঝতে হবে। সেটা পূরণ করা কোনো ভুল নয়।’
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে শর্মিলা আরও বলেন, ‘আমি এখন যে বয়সে দাঁড়িয়ে আছি, সেখানে আমার সন্তানরা সেটেল হয়ে গেছে, নিজেদের মতো জীবন কাটাচ্ছে। আমার এখন মনে হয় ঠিক আছে, এবার আমি কিছু করতে পারি যা সুন্দর, অন্যরকম। এখন আমি মুক্ত, স্বাধীন।’
প্রসঙ্গত, রাহুল চিত্তেলা পরিচালিত এবং শর্মিলা ঠাকুর অভিনীত ‘গুলমোহর’ সিরিজটি আগামী ৩ মার্চ থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। এখানে শর্মিলা ঠাকুর ছাড়াও আছেন বলিউডের আরেক খ্যতিমান অভিনেতা মনোজ বাজপেয়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।