জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ, ভারত ও নেপাল উপ-আঞ্চলিক জোট বিবিআইএনের আওতায় সড়কপথে মালবাহী গাড়ি চলাচল শুরুর প্রক্রিয়া দ্রুততর করতে রাজি হয়েছে তিন দেশ। বুধবার (৬ মার্চ) ঢাকায় জোটের এক বৈঠকে তিন দেশ এ বিষয়ে একমত হয়।
বিবিআইএনের আওতায় চার দেশের মধ্যে ২০১৫ সালে সই হওয়া যে মোটরযান চলাচল চুক্তি আছে, তা কার্যকর করতে একটি প্রটোকল সইয়ের বিষয়ও কর্মকর্তারা বৈঠকে আলোচনা করেন।
কর্মকর্তারা মনে করেন, চুক্তিটি কার্যকর হলে চার দেশের মধ্যে মানুষের চলাচল ও পণ্য পরিবহন সহজতর হবে। অর্থনৈতিক ও বাণিজ্যের দিক থেকে এর সুফল পাবে সমগ্র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পান্ত ও নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ভিমরঞ্জন অধিকারী বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।
পরিবেশ রক্ষার দিকটি বিবেচনায় নিয়ে এই প্রক্রিয়া থেকে এর আগে সরে দাঁড়িয়েছিল ভুটান। দেশটির কর্মকর্তারা এবারের বৈঠকে জানান, ভুটানও চার দেশের মধ্যে মালবাহী গাড়ি চলাচলের সুযোগ নেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।