বিচিত্রজগৎ ডেস্ক : ধনকুবের রিচার্ড ব্র্যানসনের প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের লটারি জিতে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ক্যারিবিয়ান মা ও মেয়ে। বৃহস্পতিবার নিউ মেক্সিকো থেকে তাদের এই যাত্রা শুরু হবে।
বিবিসি জানিয়েছে, ১৮ বছর বয়সী অ্যানাস্তাতিয়া মায়ার্স এবং তার মা কেইশা শাহাফ হবেন মহাকাশে যাওয়া প্রথম মা ও মেয়ে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে তারাই মহাকাশ যাত্রা করবেন।
কেইশা জানান, তিনি ২০২১ সালে অ্যান্টিগুয়া থেকে লন্ডনের ভার্জিন আটলান্টিকে উড়োজাহাজে ছিলেন। তখন হঠাৎ একটি বিজ্ঞাপন দেখতে পান । কৌতূহলবশত তিনি ফরমটি পূরণ করেন।
কেইশা বলেন, ফরমটি পূরণ করার কয়েক মাস পরে চিঠি পেতে শুরু করি। এতে জানানো হয়, আমি শীর্ষ ২০ ফাইনালিস্ট। তারপর চিঠি আসে পাঁচ ফাইনালিস্টের মধ্যে আমি একজন। এরপর একদিন হঠাৎ দেখি রিচার্ড ব্র্যানসন তার পুরো দল আমার ঘরে ঢুকে আমাকে বললো ‘তুমিই বিজয়ী, তুমি মহাকাশে যাচ্ছো’। তখন আমি খুশিতে চিৎকার করতে শুরু করি।
দ্বিতীয় বর্ষের পদার্থবিদ্যার শিক্ষার্থী অ্যানাস্তাতিয়া মায়ার্স বলেন, স্কটল্যান্ডে পড়াশোনা করতে আসা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল, যা তার জীবনে অসাধারণ কিছু ঘটতে পরিচালিত করেছে।
মা-মেয়ের এই জুটি নিউক্যাসলের প্রাক্তন টিম জিবি অলিম্পিয়ান জন গুডউইনের সঙ্গে যোগ দেবেন। কেইশা পারকিনসন্স নামে একটি বিরল রোগে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি হিসেবে মহাকাশে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।