বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গাড়িতে দুই ধরনের গিয়ার সিস্টেম রয়েছে। একটা ম্যানুয়াল ট্রান্সমিশনের। অন্যটি অটোমেটিক ট্রান্সমিশনের। ম্যানুয়ালের চেয়ে অটোমেটিক গাড়ির চাহিদা বেশি। কিন্তু এই গাড়ির দাম খানিকটা বেশি। বাজারে এমন কিছু মডেল আছে যেগুলো অটোমেটিক ট্রান্সমিশনের হলেও দাম হাতের নাগালে। জানুন এমন কয়েকটি গাড়ি সম্পর্কে। যেগুলো অটোমেটিক ট্রান্সমিশন পাবেন।
মারুতি সুজুকি অল্টো কে১০ এএমটি
মারুতি সুজুকির তৈরি অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি অল্টো কে১০ এএমটি। ভারতের বাজারে এই গাড়ি বেশ জনপ্রিয়। দামও হাতের নাগালে। এই গাড়ি কিনতে খরচ হবে ৬ লাখ রুপি।
টাটা টিয়াগো এমএমটি
টাটার তৈরি সাশ্রয়ী দামের অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি টিয়াগো এমএমটি। এটি একটি হ্যাচব্যাক কার। এই গাড়ির দাম ভারতে ৮ লাখ রুপির মধ্যে।
মারুতি সুজুকি এস-প্রেসো এএমটি
মারুতি সুজুকির আরেকটি অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি এস-প্রেসো এমএমটি। এই গাড়িও বাজারে বেশ জনপ্রিয়। দাম ৬ লাখ রুপি।
মারুতি সুজুকি ওয়াগনআর এমএমটি
ভারতে এই গাড়ির জনপ্রিয়তা রয়েছে। অটোমেটিক ট্রান্সমিশনের এই গাড়ির বাজারমূল্য সাড়ে সাত লাখ রুপি।
মারুতি সুজুকি সুইফট এমএমটি
ভারতে সর্বাধিক বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি মারুতি সুইফট। এই গাড়ির অটোমেটিক ট্রান্সমিশন ভার্সনের দাম ৯ লাখ রুপি। এটি কম দামের হওয়া সত্ত্বেও এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া রয়েছে।
টাটা পাঞ্চ এএমটি
ভারতের সর্বাধিক বিক্রিত মাইক্রো এসইউভি টাটা পাঞ্চ। এই এসইউভির অটোমেটিক ভ্যারিয়েন্টের দাম ১০ লাখ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।