আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলের বেশ কয়েকটি পাবলিক স্কুল। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং শিক্ষামূলক মিশন পূরণে সমস্যা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।
মামলায় প্রতিপক্ষ হিসেবে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট এবং ইউটিউবসহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল কোম্পানি।
ওয়াশিংটনের বিভিন্ন স্কুলের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এই মামলায় অভিযোগ দায়ের করেছে। মামলায় বলা হয়েছে, প্ল্যাটফর্মগুলো তরুণদের দুর্বল মস্তিষ্ক কাজে লাগিয়েছে। মুনাফা বাড়ানোর জন্য ব্যবহারকারীরা যাতে তাদের প্ল্যাটফর্মে বেশি সময় ধরে থাকে সে ব্যবস্থা করেছে। শিশুদের লক্ষ্য করে বিভিন্ন সেবা নিয়ে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, ফলে তারা সহজেই এসব প্ল্যাটফর্মে আসক্ত হয়ে পড়ে।
স্কুল ডিস্ট্রিক্ট বলছে, উদ্বেগ, বিষণ্ণতা, বিশৃঙ্খল হওয়া, সাইবার বুলিংসহ মানসিক স্বাস্থ্য এবং আচরণগত ব্যাধির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দায়ী। যা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ কঠিন করে তুলে।
তবে আত্মপক্ষ সমর্থন করে ফেসবুক এবং স্ন্যাপচ্যাট বলছে, তরুণদের সুরক্ষায় তারা বেশকিছু টুলস তৈরি করেছে। আগামীতেও সবার সাথে এ বিষয়ে কাজ করবে।
নিজে কম খেয়ে ৭১-এ বাংলাদেশি শরণার্থীদের খাইয়েছে ভারতের মানুষ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।