স্পোর্টস ডেস্ক : ডিজিটাল কারেন্সি বিনান্সের প্রচারণার দায়ে যুক্তরাষ্ট্রে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৭ নভেম্বর ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে ভুক্তভোগীদের পক্ষে তিনজন বাদী হয়ে এই মামলার আবেদন করেন।
গোল ডটকম জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে যে তিনজন বাদী হয়ে মামলা করেছেন তারা হলেন মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস। তারা তিনজনই বিনান্সে বিনিয়োগ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। তাদের বিনিয়োগের পেছনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে বিনান্সের পক্ষে রোনালদোর প্রচারণা। মামলা করা তিন বাদী এখন তাদের ক্ষতিপূরণও চেয়েছেন।
Cooking something up with @Cristiano…
Stay tuned. pic.twitter.com/OxqJ435bp3
— Binance (@binance) November 28, 2023
মামলাকারীরা দাবি করেন, বিনান্সের অনিবন্ধিত ক্রিপ্টো সিকিউরিটিজের বিক্রি সম্পর্কে রোনালদো জানতেন অথবা তার জানানো উচিত ছিল। এছাড়াও ক্রিপ্টোকারেন্সির প্রচারণায় তারকাদের পেমেন্ট গ্রহণের তথ্য প্রকাশের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে সতর্কবার্তা দিয়েছিল, সেটিও রোনালদো মানেননি।
২০২২ সালের মাঝামাঝি সময়ে রোনালদো তার নিজস্ব নন ফাঞ্জিবল টোকেনস বা একধরনের ডিজিটাল সম্পত্তির (এনএফটি) প্রচারণা চালাতে বিনান্সের সঙ্গে চুক্তি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।