খুলনায় বিড়ালের প্রতিযোগিতা, মুগ্ধ দর্শনার্থীরা

Cat

জুমবাংলা ডেস্ক : দেশি-বিদেশি নানা প্রজাতির বিড়ালের প্রদর্শনী হয়ে গেল খুলনায়। র‌্যাম্প-শো ও বিড়ালকে যেমন খুশি তেমন সাজানোর প্রতিযোগিতায় মুগ্ধ হন প্রাণীপ্রেমীরা। বিড়াল ছেড়ে দেওয়ার পর তার মালিককে খোঁজার প্রতিযোগিতাও নজর কাড়ে দর্শনার্থীদের।

Cat

শুক্রবার খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এমনই মনোমুগ্ধকর আয়োজন করে খুলনা ক্যাটস প্যারেন্টস নামে একটি সংগঠন। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই প্রদর্শনী।

এতে বিভিন্ন রঙের প্রায় ৬০টি বিড়াল নিয়ে আসেন এর মালিকরা। এসব বিড়ালের রয়েছে হরেক রকম নাম। প্রদর্শনীতে বিকেল থেকেই ভিড় করেন বিড়ালপ্রেমীরা। সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় অডিটোরিয়াম।

এসব আয়োজনের পাশাপাশি সেখানে বসে বিড়ালের খাবারের বেশ কয়েকটি স্টল। বিড়ালের এমন প্রদর্শনী খুলনায় এটিই প্রথম বলে জানান আয়োজকরা।