আন্তর্জাতিক ডেস্ক : অসুস্থতার কথা বলে চাকরি থেকে ছুটি নেওয়া একটি স্বাভাবিক ঘটনা। তবে এমন অনেক চাকরিজীবী আছেন, যারা অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বেড়াতে যান। তবে ওই সময় অফিসের কারও সঙ্গে দেখা হয়ে গেলে পড়েন ঝামেলায়। আর সেই লোকটা যদি অফিসের বস হন, তাহলে তো পড়তে হয় মহাবিপদে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার এক নারীর সঙ্গে এমনটাই হয়েছে। অসুস্থতার কথা বলে অফিস থেকে ছুটি নিয়েছিলেন লেইলা সোরেস। ওইদিনই ফ্লাইটে করে অন্য এক জায়গায় যাচ্ছিলেন তিনি। সেই একই ফ্লাইটে দেখা হয়ে যায় তাঁর অফিসের বসের সঙ্গে!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন ওই নারী। তাতে দেখা যায়, বিমানের ভেতরে ভিডিও করছেন তিনি। সেই ভিডিওতে জুম করে এক ব্যক্তিকে দেখান। আর ক্যাপশনে লেখেন, অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বসের সঙ্গে একই ফ্লাইটে দেখা।
ভিডিও দেখে মনে হচ্ছে, বস ওই কর্মীকে দেখতে পাননি। তবে পরে তাদের মধ্যে দেখা হয়েছে কিনা, তা জানাননি ওই নারী।
এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এর মধ্যে একজন বলছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছে। অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছিলাম। পরে শপিংমলে গিয়ে কেনাকাটা শেষে বিল দেওয়ার সময় বস পাশ থেকে জিজ্ঞাসা করেন, কি কিনলেন?’
আরেকজন বললেন, তিনি অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলেন। সেখানে তাকে হাত নেড়ে স্বাগত জানান তার বস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।