জুমবাংলা ডেস্ক : আগস্টের সময় ছাত্রসংগঠনগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা নষ্ট করতে একটি ছাত্রসংগঠন উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বরের পাশে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি ঢাকা বিশ্বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে ডাস চত্বরে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সিলেটে এমসি কলেজের ঘটনা দেখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবরার ফাহাদের কথা মনে পড়ে। বুকে রক্তক্ষরণ হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ‘সাধারণ শিক্ষার্থীদের’ বেশ ধরে লাঞ্ছনা ও হামলা করেছে। ৫ আগস্টের পর যে ঐক্যের সৃষ্টি হয়েছিল, সে ঐক্য বিনষ্ট করার জন্য একটি গুপ্ত সংগঠন উঠেপড়ে লেগেছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ গেস্টরুম-গণরুম করে শিক্ষার্থীদের মিছিলে নিতে বাধ্য করতো। আমরা ভেবেছিলাম, ৫ আগস্টের পর সে ধারাবাহিকতায় আর কেউ সুযোগ পাবে না। কিন্তু আমরা দেখলাম, সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থী তার মনের আকাঙ্ক্ষা ‘গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, গুপ্ত না থেকে সবাই প্রকাশ্যে রাজনীতি করুক’ মতামত দেওয়ার কারণে একাত্তরের পরাজিত শক্তি শিবির তাকে বেধড়ক মারধর করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এই নেতা আরও বলেন, ওই শিক্ষার্থী হয়তো তাদের ভালোর জন্যই মতামত দিয়েছেন। কিন্তু এটিকে সাদরে গ্রহণ না করে তারা ওই শিক্ষার্থীর রগ কাটার অপরাধের চেষ্টা করেছে। যখনই এই গুপ্ত সংগঠন অবাধে চলাচলের সুযোগ পায়, তখন সে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের ট্রমার মধ্যে রেখে দেয়।
ছাত্রশিবিরের প্রতি হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, আমরা ভেবেছিলাম, ২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রশিবির জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে রাজনীতি করার সুযোগ তৈরি করবে। কিন্তু তা না করে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে নামে-বেনামে দোকান খুলে বসেছে।
সাহস বলেন, বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা সবসময় সজাগ থাকে। আপনারা যদি কোনো ভুলভাল করেন, তাহলে পরাজিত শক্তির মতোই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আপনাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে শত শত ছাত্রদলের নেতারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন। আজকে একটি গুপ্ত সংগঠন সেই চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে। জুলাই-আগস্টের সেই চেতনাকে আমরা ভূলুণ্ঠিত হতে দেব না।
তিনি বলেন, শিক্ষার্থীদের এখনই সচেতন থাকতে হবে। কেউ যদি জুলাই-আগস্টের এই চেতনাকে ভূলুণ্ঠিত করতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।